বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট খেলায় ডিউটির জন্য যাওয়ার সময় চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনের ভেতরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খাওয়ায় ২৭ জন নারী পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নগরীর দামপাড়া পুলিশ লাইন থেকে বের হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। আহত ২৭ জন নারী পুলিশ সদস্যের মধ্যে ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মো. হাসান মোস্তফা স্বপন জানান, নারী পুলিশ সদস্যরা চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ লে. মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচের দায়িত্ব পালনের জন্য যাচ্ছিলেন। তাদের বহনকারী বাসটি দামপাড়া পুলিশ লাইনের ভেতরে একটি উঁচু স্থান থেকে ঢালু রাস্তায় নামার সময় ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায়। চালক তখন বাসটিকে গাছের সঙ্গে ধাক্কা দিয়ে থামানোর চেষ্টা করেন। এতে বাসে থাকা ২৭ জন পুলিশ সদস্য আহত হন। তবে তাদের কারও আঘাতই তেমন গুরুতর নয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক নিশ্চিত করেন, ‘চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১২ জন পুলিশ সদস্য এখানে চিকিৎসাধীন আছেন। আরও ১৫ জনের মতো দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাসের ভেতরে থাকার কারণে পুলিশ সদস্যদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে।’
রিপোর্টারের নাম 

























