চলতি মৌসুমে আল নাসর দারুণ ছন্দে রয়েছে। এখন পর্যন্ত খেলা ১০টি ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে দলটি। শুরুর ১০ ম্যাচে টানা জয়ের রেকর্ড গড়া প্রথম দলও তারা। এই সাফল্যে বড় ভূমিকা রেখেছেন রোনালদো নিজেই।
এ কারণেই গ্লোব সকারের এই পুরস্কারের জন্য তিনি ছিলেন অন্যতম দাবিদার। শেষ পর্যন্ত পুরস্কারটি তার হাতেই উঠেছে।
এদিকে রোনালদো এগিয়ে চলেছেন এক ঐতিহাসিক রেকর্ডের দিকে। ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে তিনি ১০০০ গোলের মাইলফলক ছুঁতে পারেন ২০২৬ সালেই।
এই বিষয়ে রোনালদো বলেন, “আমি এখনও খুব অনুপ্রাণিত। আমি আরও শিরোপা জিততে চাই। আপনারা সবাই জানেন, আমি সেই সংখ্যাটাও (১০০০ গোল) ছুঁতে চাই। যদি চোট না থাকে, ইনশাআল্লাহ, আমি সেটা ছুঁতে পারব।”
রিপোর্টারের নাম 

























