জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গোসল করতে নেমে তিন শিশুর করুণ মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও দুইজন শিশু এখনো নিখোঁজ রয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার চরভাটিয়ানী এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত শিশুরা হলো আবু হাসান (১২), পলি আক্তার (৮) ও ছায়েবা আক্তার (৮)।
নিখোঁজ শিশুরা হলো বৈশাখী (১০) ও কুলসুম (১৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এই পাঁচ শিশু বিকেলে তাদের বাড়ির পাশে ঝিনাই নদীতে গোসল করতে নেমেছিল। কিছুক্ষণ পর তাদের আর খুঁজে না পাওয়ায় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে তিন শিশুর মরদেহ উদ্ধার করেন।
তবে, বাকি দুই শিশুর সন্ধান এখনও মেলেনি।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রিপোর্টারের নাম 
























