রাজধানীর মোহাম্মদপুরে চন্দ্রিমা মডেল টাউন এলাকায় একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। একদল মুখোশধারী দুর্বৃত্ত ওই দোকান থেকে প্রায় ৫০ ভরি স্বর্ণ এবং ৫০০ ভরি রুপা লুট করে নিয়ে গেছে।
আজ সোমবার (৫ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা চুরির এই বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাত ৩টা ২১ মিনিটের দিকে চন্দ্রিমা মডেল টাউনের ‘নিউ রানা জুয়েলার্স’-এ এই চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কয়েকজন মুখোশধারী ব্যক্তি দোকানের শাটার খুলে ভেতরে প্রবেশ করে। এরপর তারা দোকানের ভেতরে থাকা লকার ও বিভিন্ন বাক্স ভেঙে মজুদ করা স্বর্ণ ও রুপা লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়।
পুলিশ কর্মকর্তা জুয়েল রানা জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং জড়িত চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। জনবহুল এলাকায় এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
রিপোর্টারের নাম 

























