ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

রাজধানীসহ সারাদেশে বাড়ছে শীতের প্রকোপ: আবহাওয়া অফিসের নতুন বার্তা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে দিনের বেলাতেও শীতের অনুভূতি আগের চেয়ে কিছুটা বাড়তে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়ার তথ্য অনুযায়ী, আজ দিনের প্রথমার্ধে আকাশ সাময়িকভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার কারণে তাপমাত্রায় এই নিম্নমুখী প্রবণতা দেখা দিতে পারে। আজ ভোরে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি।

এদিকে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বিশেষ করে পঞ্চগড়ে হিমালয় থেকে আসা কনকনে ঠাণ্ডা বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গেই পুরো এলাকা ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে। কুয়াশার তীব্রতা এতটাই বেশি যে, ভোরে ও সকালে কয়েক হাত দূরের পথঘাটও ঠিকমতো দেখা যাচ্ছে না।

তীব্র কুয়াশার কারণে মহাসড়কগুলোতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। চালকদের দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে অত্যন্ত সতর্কতার সাথে গাড়ি চালাতে হচ্ছে। হাড়কাঁপানো এই শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ও দিনমজুরেরা। তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করেই জীবন-জীবিকার প্রয়োজনে ভোরে তাদের কাজের সন্ধানে বের হতে হচ্ছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আনসারদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

রাজধানীসহ সারাদেশে বাড়ছে শীতের প্রকোপ: আবহাওয়া অফিসের নতুন বার্তা

আপডেট সময় : ১১:১০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে দিনের বেলাতেও শীতের অনুভূতি আগের চেয়ে কিছুটা বাড়তে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়ার তথ্য অনুযায়ী, আজ দিনের প্রথমার্ধে আকাশ সাময়িকভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার কারণে তাপমাত্রায় এই নিম্নমুখী প্রবণতা দেখা দিতে পারে। আজ ভোরে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি।

এদিকে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বিশেষ করে পঞ্চগড়ে হিমালয় থেকে আসা কনকনে ঠাণ্ডা বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গেই পুরো এলাকা ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে। কুয়াশার তীব্রতা এতটাই বেশি যে, ভোরে ও সকালে কয়েক হাত দূরের পথঘাটও ঠিকমতো দেখা যাচ্ছে না।

তীব্র কুয়াশার কারণে মহাসড়কগুলোতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। চালকদের দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে অত্যন্ত সতর্কতার সাথে গাড়ি চালাতে হচ্ছে। হাড়কাঁপানো এই শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ও দিনমজুরেরা। তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করেই জীবন-জীবিকার প্রয়োজনে ভোরে তাদের কাজের সন্ধানে বের হতে হচ্ছে।