ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

লালমনিরহাটে আ.লীগ ও জাতীয় পার্টির ৫৬ জন ইউপি সদস্যের গণপদত্যাগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:২৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

লালমনিরহাট সদর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সমর্থিত ৫৬ জন সাবেক ও বর্তমান ইউপি সদস্য একযোগে নিজ নিজ দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা এই ঘোষণা দেন। পদত্যাগকারীদের মধ্যে ৪৪ জন আওয়ামী লীগ সমর্থিত এবং ১২ জন জাতীয় পার্টি সমর্থিত সাবেক ও বর্তমান ইউপি সদস্য রয়েছেন।

মহেন্দ্রনগর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি শাহাবুল হক এই গণপদত্যাগ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এ সময় দলীয় পদ থেকে পদত্যাগের কারণ ব্যাখ্যা করে বক্তব্য দেন মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মমতাজ আলী সরকার, হারাটি ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও একই ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আজিজুল ইসলাম, রাজপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম এবং খুনিয়গাছ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লাল মিয়া।

সভাপতির বক্তব্যে শাহাবুল হক বলেন, “বর্তমানে দেশের যে অবস্থা, রাজনৈতিক পরিবেশসহ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা পরস্পর আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি যে, নিজ নিজ রাজনৈতিক দলের (আওয়ামী লীগ ও জাতীয় পার্টির) সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। এই সিদ্ধান্তের ভিত্তিতে আমরা দলীয় পদ থেকে গণপদত্যাগের ঘোষণা দিলাম।”

উল্লেখ্য, লালমনিরহাট সদর উপজেলার মোট ৯টি ইউনিয়নের মধ্যে শুধু বড়বাড়ি ইউপির চেয়ারম্যানসহ সদস্যরা সবাই বিএনপি সমর্থিত। তাঁরা এই গণপদত্যাগ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।

মহেন্দ্রনগর ইউপির চেয়ারম্যান আবদুল মজিদ মণ্ডল জানান, ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি সদস্যরা একটি অনুষ্ঠানের অনুমতি চেয়েছিলেন। পরে তিনি জানতে পারেন, সদর উপজেলার আটটি ইউপির দলীয় সমর্থিত সদস্যরা নিজ নিজ দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শচীনকে ছাড়িয়ে কোহলির বিশ্বরেকর্ড, কিউইদের হারিয়ে শুভসূচনা ভারতের

লালমনিরহাটে আ.লীগ ও জাতীয় পার্টির ৫৬ জন ইউপি সদস্যের গণপদত্যাগ

আপডেট সময় : ০১:২৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

লালমনিরহাট সদর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সমর্থিত ৫৬ জন সাবেক ও বর্তমান ইউপি সদস্য একযোগে নিজ নিজ দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা এই ঘোষণা দেন। পদত্যাগকারীদের মধ্যে ৪৪ জন আওয়ামী লীগ সমর্থিত এবং ১২ জন জাতীয় পার্টি সমর্থিত সাবেক ও বর্তমান ইউপি সদস্য রয়েছেন।

মহেন্দ্রনগর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি শাহাবুল হক এই গণপদত্যাগ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এ সময় দলীয় পদ থেকে পদত্যাগের কারণ ব্যাখ্যা করে বক্তব্য দেন মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মমতাজ আলী সরকার, হারাটি ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও একই ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আজিজুল ইসলাম, রাজপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম এবং খুনিয়গাছ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লাল মিয়া।

সভাপতির বক্তব্যে শাহাবুল হক বলেন, “বর্তমানে দেশের যে অবস্থা, রাজনৈতিক পরিবেশসহ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা পরস্পর আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি যে, নিজ নিজ রাজনৈতিক দলের (আওয়ামী লীগ ও জাতীয় পার্টির) সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। এই সিদ্ধান্তের ভিত্তিতে আমরা দলীয় পদ থেকে গণপদত্যাগের ঘোষণা দিলাম।”

উল্লেখ্য, লালমনিরহাট সদর উপজেলার মোট ৯টি ইউনিয়নের মধ্যে শুধু বড়বাড়ি ইউপির চেয়ারম্যানসহ সদস্যরা সবাই বিএনপি সমর্থিত। তাঁরা এই গণপদত্যাগ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।

মহেন্দ্রনগর ইউপির চেয়ারম্যান আবদুল মজিদ মণ্ডল জানান, ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি সদস্যরা একটি অনুষ্ঠানের অনুমতি চেয়েছিলেন। পরে তিনি জানতে পারেন, সদর উপজেলার আটটি ইউপির দলীয় সমর্থিত সদস্যরা নিজ নিজ দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।