ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

বান্দরবান আসনে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ ৫ প্রার্থীর মনোনয়ন জমা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:২৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপিসহ ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আরা রিনির কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

আল্লাহর পরিকল্পনায় আমি স্বতন্ত্র প্রার্থী: রুমিন ফারহানা

যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন- বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী, জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সভাপতি মাওলানা মো. আবুল কালাম আজাদ, জাতীয় পার্টি (কাদের) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ ওয়ালীউল্লাহ এবং এনসিপি চট্টগ্রাম বিভাগীয় তত্ত্বাবধায়ক আবু সাঈদ মো. শাহা সুজাউদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, জেলা নির্বাচন অফিসার মো. কামরুল আলমসহ প্রার্থীদের সমর্থকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বান্দরবান পার্বত্য জেলায় বাঙালিসহ ১২টি জাতিগোষ্ঠীর মানুষের বসবাস। শান্তিপূর্ণ সহাবস্থানের এই জনপদে ভোটার সংখ্যা মোট ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৭৭৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৪৭ জন। তারমধ্যে নতুন ভোটার ৭ হাজার ৪৬৯ জন। জেলার সাতটি উপজেলা ও দুইটি পৌরসভা নিয়ে গঠিত বান্দরবান-৩০০ সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৮৬টি। তারমধ্যে কম ও বেশি ঝুঁকিপূর্ণ ৩৪টি ভোট কেন্দ্র।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুর-৬ আসনে একই গ্রাম থেকে দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা, ভোটারদের আগ্রহ তুঙ্গে

বান্দরবান আসনে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ ৫ প্রার্থীর মনোনয়ন জমা

আপডেট সময় : ১২:২৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপিসহ ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আরা রিনির কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

আল্লাহর পরিকল্পনায় আমি স্বতন্ত্র প্রার্থী: রুমিন ফারহানা

যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন- বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী, জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সভাপতি মাওলানা মো. আবুল কালাম আজাদ, জাতীয় পার্টি (কাদের) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ ওয়ালীউল্লাহ এবং এনসিপি চট্টগ্রাম বিভাগীয় তত্ত্বাবধায়ক আবু সাঈদ মো. শাহা সুজাউদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, জেলা নির্বাচন অফিসার মো. কামরুল আলমসহ প্রার্থীদের সমর্থকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বান্দরবান পার্বত্য জেলায় বাঙালিসহ ১২টি জাতিগোষ্ঠীর মানুষের বসবাস। শান্তিপূর্ণ সহাবস্থানের এই জনপদে ভোটার সংখ্যা মোট ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৭৭৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৪৭ জন। তারমধ্যে নতুন ভোটার ৭ হাজার ৪৬৯ জন। জেলার সাতটি উপজেলা ও দুইটি পৌরসভা নিয়ে গঠিত বান্দরবান-৩০০ সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৮৬টি। তারমধ্যে কম ও বেশি ঝুঁকিপূর্ণ ৩৪টি ভোট কেন্দ্র।