ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ; ডিসিপ্লিন পছন্দক্রম ও ভর্তির সময়সূচি ঘোষণা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে এক সভার মাধ্যমে ফলাফল চূড়ান্ত পর্যবেক্ষণ ও অনুমোদনের পর তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের জন্য পরবর্তী করণীয় ও ভর্তির বিস্তারিত সময়সূচি ঘোষণা করেছে।

**ডিসিপ্লিন পছন্দক্রম পূরণ এবং সতর্কতা**

মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী ০১-০১-২০২৬ খ্রিষ্টাব্দ (বৃহস্পতিবার) থেকে ০৩-০১-২০২৬ খ্রিষ্টাব্দ (শনিবার) পর্যন্ত অনলাইনে বাধ্যতামূলকভাবে ডিসিপ্লিনের পছন্দক্রম পূরণ করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী ডিসিপ্লিনের পছন্দক্রম পূরণ করতে ব্যর্থ হলে তাকে ভর্তির অযোগ্য বলে বিবেচিত করা হবে।

**চূড়ান্ত ফলাফল ও ভর্তি প্রক্রিয়া**

ডিসিপ্লিনভিত্তিক চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে আগামী ০৮-০১-২০২৬ খ্রিষ্টাব্দ (বৃহস্পতিবার)। এই ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম চলবে আগামী ১২-০১-২০২৬ খ্রিষ্টাব্দ থেকে ১৩-০১-২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত। প্রতিদিন সকাল ৯:৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

**ফলাফল প্রকাশের প্রক্রিয়া**

ভর্তি পরীক্ষার ফল প্রকাশের উদ্দেশ্যে সোমবার সকালে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় চারটি ইউনিটের ইউনিট প্রধানগণ নিজ নিজ ইউনিটের ফলাফল উপস্থাপন করেন। উপস্থাপিত ফলাফলের চূড়ান্ত পর্যবেক্ষণ ও অনুমোদন শেষে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

সভায় উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, সকল স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এবং ভর্তি কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

**পরীক্ষার আয়োজন**

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) ‘সি’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা এবং চারুকলা স্কুল) ও ‘ডি’ ইউনিট (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) এবং ১৯ ডিসেম্বর (শুক্রবার) ‘এ’ ইউনিট (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ও ‘বি’ ইউনিট (জীববিজ্ঞান স্কুল) এর ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছিল।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাখাইনে ত্রিমুখী ভয়াবহ সংঘর্ষ: টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ সশস্ত্র সদস্য আটক

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ; ডিসিপ্লিন পছন্দক্রম ও ভর্তির সময়সূচি ঘোষণা

আপডেট সময় : ০৩:১৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে এক সভার মাধ্যমে ফলাফল চূড়ান্ত পর্যবেক্ষণ ও অনুমোদনের পর তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের জন্য পরবর্তী করণীয় ও ভর্তির বিস্তারিত সময়সূচি ঘোষণা করেছে।

**ডিসিপ্লিন পছন্দক্রম পূরণ এবং সতর্কতা**

মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী ০১-০১-২০২৬ খ্রিষ্টাব্দ (বৃহস্পতিবার) থেকে ০৩-০১-২০২৬ খ্রিষ্টাব্দ (শনিবার) পর্যন্ত অনলাইনে বাধ্যতামূলকভাবে ডিসিপ্লিনের পছন্দক্রম পূরণ করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী ডিসিপ্লিনের পছন্দক্রম পূরণ করতে ব্যর্থ হলে তাকে ভর্তির অযোগ্য বলে বিবেচিত করা হবে।

**চূড়ান্ত ফলাফল ও ভর্তি প্রক্রিয়া**

ডিসিপ্লিনভিত্তিক চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে আগামী ০৮-০১-২০২৬ খ্রিষ্টাব্দ (বৃহস্পতিবার)। এই ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম চলবে আগামী ১২-০১-২০২৬ খ্রিষ্টাব্দ থেকে ১৩-০১-২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত। প্রতিদিন সকাল ৯:৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

**ফলাফল প্রকাশের প্রক্রিয়া**

ভর্তি পরীক্ষার ফল প্রকাশের উদ্দেশ্যে সোমবার সকালে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় চারটি ইউনিটের ইউনিট প্রধানগণ নিজ নিজ ইউনিটের ফলাফল উপস্থাপন করেন। উপস্থাপিত ফলাফলের চূড়ান্ত পর্যবেক্ষণ ও অনুমোদন শেষে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

সভায় উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, সকল স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এবং ভর্তি কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

**পরীক্ষার আয়োজন**

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) ‘সি’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা এবং চারুকলা স্কুল) ও ‘ডি’ ইউনিট (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) এবং ১৯ ডিসেম্বর (শুক্রবার) ‘এ’ ইউনিট (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ও ‘বি’ ইউনিট (জীববিজ্ঞান স্কুল) এর ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছিল।