ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

কিংবদন্তি অভিনেত্রীর মৃত্যু

১৯৫০ ও ৬০-এর দশকের ফরাসি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ব্রিজিত বারদো আর নেই। যিনি ‘বি.বি.’ নামে পরিচিত। রোববার (২৮ ডিসেম্বর) ৯১ বছর বয়সে প্যারিসে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রতিষ্ঠিত ফাউন্ডেশন মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

১৯৩৪ সালে প্যারিসে জন্ম বারদোর। মডেলিং দিয়ে শোবিজ ক্যারিয়ার শুরু। মাত্র ১৫ বছর বয়সে ‘ইলে’ ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি। তবে তাঁর বিশ্বজোড়া পরিচিতি আসে ১৯৫৬ সালে স্বামী রজার ভাদিমের পরিচালিত ‘অ্যান্ড গড ক্রিয়েটেড উইমেন’ চলচ্চিত্রের মাধ্যমে।

দার্শনিক সিমোন দ্য বোভোয়া তাঁকে ‘স্বাধীনতার প্রতীক’ হিসেবে উল্লেখ করেছিলেন। এমনকি শিল্পী অ্যান্ডি ওয়ারহল তাঁর প্রতিকৃতি আঁকেন এবং বব ডিলান তাঁকে উৎসর্গ করে গান লেখেন।

সাফল্যের চূড়ায় থাকলেও ব্রিজিত বারদোর ব্যক্তিগত জীবন ছিল বিষণ্নতায় ঘেরা। তিনি প্রায়ই বলতেন, ‘আকাশচুম্বী জনপ্রিয়তা তাঁকে এক ধরনের মানসিক বন্দিত্বে আটকে ফেলেছে’। ১৯৬০ সালে ২৬তম জন্মদিনে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। খ্যাতি ও একাকিত্বের লড়াই জীবনের শেষ দিন পর্যন্ত ছায়ার মতো লেগে ছিল।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাখাইনে ত্রিমুখী ভয়াবহ সংঘর্ষ: টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ সশস্ত্র সদস্য আটক

কিংবদন্তি অভিনেত্রীর মৃত্যু

আপডেট সময় : ০১:৪২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

১৯৫০ ও ৬০-এর দশকের ফরাসি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ব্রিজিত বারদো আর নেই। যিনি ‘বি.বি.’ নামে পরিচিত। রোববার (২৮ ডিসেম্বর) ৯১ বছর বয়সে প্যারিসে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রতিষ্ঠিত ফাউন্ডেশন মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

১৯৩৪ সালে প্যারিসে জন্ম বারদোর। মডেলিং দিয়ে শোবিজ ক্যারিয়ার শুরু। মাত্র ১৫ বছর বয়সে ‘ইলে’ ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি। তবে তাঁর বিশ্বজোড়া পরিচিতি আসে ১৯৫৬ সালে স্বামী রজার ভাদিমের পরিচালিত ‘অ্যান্ড গড ক্রিয়েটেড উইমেন’ চলচ্চিত্রের মাধ্যমে।

দার্শনিক সিমোন দ্য বোভোয়া তাঁকে ‘স্বাধীনতার প্রতীক’ হিসেবে উল্লেখ করেছিলেন। এমনকি শিল্পী অ্যান্ডি ওয়ারহল তাঁর প্রতিকৃতি আঁকেন এবং বব ডিলান তাঁকে উৎসর্গ করে গান লেখেন।

সাফল্যের চূড়ায় থাকলেও ব্রিজিত বারদোর ব্যক্তিগত জীবন ছিল বিষণ্নতায় ঘেরা। তিনি প্রায়ই বলতেন, ‘আকাশচুম্বী জনপ্রিয়তা তাঁকে এক ধরনের মানসিক বন্দিত্বে আটকে ফেলেছে’। ১৯৬০ সালে ২৬তম জন্মদিনে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। খ্যাতি ও একাকিত্বের লড়াই জীবনের শেষ দিন পর্যন্ত ছায়ার মতো লেগে ছিল।