এসময় উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) নির্মল চন্দ্র বিশ্বাস, খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ-সভাপতি মুফতি মাওলানা ইয়াসিন আহমেদ নোমানী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবুল ফজল ভূইয়া, জেলা ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি জসিম মাহমুদ পাঠান, খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আফসারী, মাওলানা সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হাফেজ আবদুল লতিফ, মাওলানা শেখ ছফিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কাসেম, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা সামিউর রহমান, উপজেলা যুব মসলিসের সভাপতি হাফেজ বাইজিত আহমেদ পাঠানসহ খেলাফত মজলিস উপজেলা ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) নির্মল চন্দ্র বিশ্বাস জানান, রোববার বিকেল পর্যন্ত নাসিরনগর নির্বাচন কার্যালয় থেকে ১১ জন সংসদ সদস্য প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করলেও এ পর্যন্ত ১টি মনোনয়নপত্র জমা হয়েছে।
রিপোর্টারের নাম 

























