পাবনার ঈশ্বরদীতে মহাসড়কে গভীর রাতে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে অন্তত ১৬ জন আহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মিরকামারী মুন্নার মোড় এলাকায় লালন শাহ সেতু সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, কুয়াকাটা থেকে নওগাঁর দিকে যাচ্ছিল ‘শাহ ফতেহ আলী পরিবহন’-এর বাসটি। বাসটি যখন উপজেলার মিরকামারী চাঁদআলী মোড় অতিক্রম করছিল, ঠিক তখনই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে যোগাযোগ করলে তারা এসে উল্টে যাওয়া বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন।
ঈশ্বরদী মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র ইনচার্জ আবু হাসেম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পর ঈশ্বরদী মর্ডান ফায়ার সার্ভিস, রূপপুর গ্রিনসিটি ফায়ার সার্ভিস ও ঈশ্বরদী ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিটের সদস্যরা উদ্ধার অভিযানে যোগ দেন। উদ্ধার অভিযানে বাসের ভেতরে আটকে পড়া ২০ জন যাত্রীকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ১৬ জন আহত হন এবং আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়কের উপর কে বা কারা কাদামাটি ফেলে গিয়েছিল। এই কাদামাটির কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং উল্টে যায়।
রিপোর্টারের নাম 
























