কুমিল্লা উত্তর জেলা বিএনপি, তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়াকে একটি কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি এক বক্তৃতায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী (স্ত্রী)’ বলে সম্বোধন করেছেন। এই নোটিশে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার এবং সদস্য সচিব এএফএম তারেক মুন্সীর সই করা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নোটিশটি পাঠানো হয়।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার নিজেই জাগো নিউজকে এই নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
মেহেদী হাসান তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। এর আগে, রবিবার বিকেল থেকেই তার ওই বক্তব্যের ১৪ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে: “গত ৭ নভেম্বর তিতাস উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আপনি বক্তৃতার মাঝে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থলে ‘জননেত্রী শেখ হাসিনা’ বলেছেন। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আপনার এ বক্তব্যে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং দলের নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিল করবেন। অন্যথায় আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১টায় তিতাস উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ওই আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার। সেই অনুষ্ঠানের এক পর্যায়ে তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বক্তব্য দিতে ওঠেন। তিনি তার বক্তব্যের শুরুতেই বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি’।
এই বিষয়ে মেহেদী হাসান সেলিম ভূঁইয়া জাগো নিউজকে বলেছেন, “সোমবার দুপুর ১টার দিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার দলীয় প্যাডে আমাকে কারণ দর্শানোর নোটিশটি দিয়েছেন। আমি ২৪ ঘণ্টার মধ্যেই হাজির হয়ে নোটিশের জবাব দেব।”
রিপোর্টারের নাম 
























