প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছয়টি বিভাগের চাকরিপ্রত্যাশীদের আবেদন প্রক্রিয়া আগামী ৮ নভেম্বর শুরু হয়ে চলবে ২১ নভেম্বর পর্যন্ত। প্রথম ধাপের অন্তর্ভুক্ত বিভাগগুলো হলো রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর। দ্বিতীয় ধাপে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, তবে এই দুই বিভাগের নিয়োগের নির্দিষ্ট তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।
এ বছরের ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ প্রজ্ঞাপন জারির পর ৩১ আগস্ট গঠিত হয় শিক্ষক নিয়োগ কমিটি। সংশোধিত বিধিমালায় সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাদ দেওয়া হয়েছে। আবেদনকারীদের জন্য ২০টি শর্তবালী রয়েছে, যার মধ্যে বিবাহিত মহিলা প্রার্থীদের স্বামী বা পিতার স্থায়ী ঠিকানায় আবেদন করার শর্ত রয়েছে।
এছাড়া, প্রার্থী যে উপজেলার স্থায়ী বাসিন্দা, সে উপজেলার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন। ভুল জেলা, থানা বা উপজেলা উল্লেখ করলে প্রার্থিতা বাতিল হবে এবং ধুমপানসহ মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করা যাবে না।
রিপোর্টারের নাম 
























