ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

বগুড়ায় দুর্বৃত্তদের হাতে গাড়িচালক খুন, কারণ নিয়ে ধোঁয়াশা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

বগুড়া শহরে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে সেউজগাড়ী পালপাড়া এলাকায় হাবিবুর রহমান খোকন (৩৭) নামের এক যুবককে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত হাবিবুর রহমান মালতিনগর দক্ষিণপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে বলে জানা গেছে। তিনি পেশায় একজন ব্যক্তিগত গাড়িচালক ছিলেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটল, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, রাত সাড়ে আটটার দিকে পালপাড়ার ইসকন মন্দির সংলগ্ন এলাকায় একটি চিৎকার শুনে আশেপাশের মানুষজন দ্রুত ছুটে আসেন। তারা দেখতে পান, কয়েকটি মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা হাবিবুরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা সাথে সাথে তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যান, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির এ বিষয়ে বলেন, ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে হত্যাকারীদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি এবং হত্যাকাণ্ডের পেছনের আসল কারণও নিশ্চিত হওয়া যায়নি। ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুরনো কোনো শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। জড়িতদের খুঁজে বের করতে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটিকছড়িতে গুলিতে যুবক নিহত: জামায়াত কর্মীর পরিচয় দাবি, থমথমে জনপদ, মেলেনি মামলা

বগুড়ায় দুর্বৃত্তদের হাতে গাড়িচালক খুন, কারণ নিয়ে ধোঁয়াশা

আপডেট সময় : ১০:০০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

বগুড়া শহরে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে সেউজগাড়ী পালপাড়া এলাকায় হাবিবুর রহমান খোকন (৩৭) নামের এক যুবককে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত হাবিবুর রহমান মালতিনগর দক্ষিণপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে বলে জানা গেছে। তিনি পেশায় একজন ব্যক্তিগত গাড়িচালক ছিলেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটল, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, রাত সাড়ে আটটার দিকে পালপাড়ার ইসকন মন্দির সংলগ্ন এলাকায় একটি চিৎকার শুনে আশেপাশের মানুষজন দ্রুত ছুটে আসেন। তারা দেখতে পান, কয়েকটি মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা হাবিবুরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা সাথে সাথে তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যান, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির এ বিষয়ে বলেন, ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে হত্যাকারীদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি এবং হত্যাকাণ্ডের পেছনের আসল কারণও নিশ্চিত হওয়া যায়নি। ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুরনো কোনো শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। জড়িতদের খুঁজে বের করতে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।