রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) ঠিক সামনেই ‘ককটেল’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
শনিবার রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক একজন আটকের খবর নিশ্চিত করেছেন।
ওসি ইমাউল হক প্রথম আলোকে জানান, রাত ১১টার পর নির্বাচন কমিশন এলাকায় একটি ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ হয়। শব্দটি শুনে আশপাশে থাকা পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজনকে আটক করে। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেই তথ্যের ভিত্তিতে এই ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।
রিপোর্টারের নাম 





















