ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

‘অযোগ্য’ স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে ভালো কাউকে দায়িত্ব দেওয়ার দাবি ব্যারিস্টার ফুয়াদের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে ‘অযোগ্য’ আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘তিনি আপাদমস্তক ভালো মানুষ হলেও গুড ফর নাথিং (অকর্মণ্য)। বিভিন্ন কারণে আর্মস ফোর্সেস সম্পর্কে সিরিয়াস কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। সে জন্য আমরা বারবার বলেছি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে ভালো কাউকে দায়িত্ব দেওয়া হোক।’

বুধবার (২২ অক্টোবর) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি হলে এবি পার্টির নেতাকর্মীদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।

আসাদুজ্জামান ফুয়াদ আশঙ্কা প্রকাশ করেন যে, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা বহাল থাকলে আসন্ন জাতীয় নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হতে পারে।

তিনি বলেন, ‘আমরা যারা ন্যায্যতার আওয়াজ তুলছি এবং যারা দিল্লির বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছি, এমন অনেককে হুমকির মুখে রাখা হয়েছে। তাদের আসন্ন নির্বাচনে হারিয়ে দেওয়ার জন্য এই আর্মড ফোর্সেস, গোয়েন্দা সংস্থা এবং বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা একসঙ্গে কাজ করবে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি।’ তিনি দাবি করেন, এর কিছু আলামত ইতিমধ্যে দেখা গেছে।

ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, ‘ক্যান্টনমেন্টে যাদের এতদিন লুকিয়ে রাখা হয়েছিল, তারা আওয়ামী লীগের দোসর, দালাল, তারা ক্রিমিনাল গ্যাং। তাদের নাম ও সংখ্যা পর্যন্ত প্রকাশ করা হয়নি। আমাদের অনবরত চাপের কারণে নাম প্রকাশ করা হয়েছে। এখন প্রশ্ন হলো, আমরা বারবার বলার পরেও এই মানুষগুলোকে আইনের আওতায় না এনে কেন ছেড়ে দেওয়া হলো। আমরা সরকারের কাছে বারবার এই দাবি করেছি।’

তিনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে ‘অযোগ্য’ ব্যক্তি দাবি করে পুনরায় বলেন, ‘তাঁকে সরিয়ে ভালো কাউকে দায়িত্ব দেওয়া হোক।’

তিনি বলেন, ‘আপনারা দেখবেন, কিছু সাবেক সেনা কর্মকর্তা আছেন এবং তাদের কিছু দালাল বুদ্ধিজীবী ও সাংবাদিক আছেন— তারা বারবার বলেন আমরা নাকি রাষ্ট্রকে দুর্বল করে দিচ্ছি। সেনাদের বিচার চেয়ে আমরা রাষ্ট্র ও সরকারকে সেনাবাহিনীর মুখোমুখি করছি। তারা বলার চেষ্টা করেন যে এসব করলে সেনাবাহিনী নাকি দুর্বল হয়ে যাবে, রাষ্ট্র দুর্বল হয়ে যাবে।’

তিনি পাল্টা যুক্তি দিয়ে বলেন, ‘৫০/৬০/১০০ ক্রিমিনাল একটা সংগঠনে থাকলে বরং সংগঠনটি বেশি দুর্বল হওয়ার কথা। তাই সংগঠনকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হলে আমরা বর্জ্যগুলোকে আলাদা করতে বলেছি। সেনাবাহিনীর বর্জ্যগুলোকে একটা ব্যবস্থাপনার অধীনে আনতে বলেছি।’

সমাবেশে রংপুর-৩ আসনের এবি পার্টির প্রার্থী হিসেবে মোস্তাফিজার রহমানকে পরিচয় করিয়ে দেন তিনি। এই মতবিনিময় সভায় এবি পার্টির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটিকছড়িতে গুলিতে যুবক নিহত: জামায়াত কর্মীর পরিচয় দাবি, থমথমে জনপদ, মেলেনি মামলা

‘অযোগ্য’ স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে ভালো কাউকে দায়িত্ব দেওয়ার দাবি ব্যারিস্টার ফুয়াদের

আপডেট সময় : ১১:৩৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে ‘অযোগ্য’ আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘তিনি আপাদমস্তক ভালো মানুষ হলেও গুড ফর নাথিং (অকর্মণ্য)। বিভিন্ন কারণে আর্মস ফোর্সেস সম্পর্কে সিরিয়াস কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। সে জন্য আমরা বারবার বলেছি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে ভালো কাউকে দায়িত্ব দেওয়া হোক।’

বুধবার (২২ অক্টোবর) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি হলে এবি পার্টির নেতাকর্মীদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।

আসাদুজ্জামান ফুয়াদ আশঙ্কা প্রকাশ করেন যে, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা বহাল থাকলে আসন্ন জাতীয় নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হতে পারে।

তিনি বলেন, ‘আমরা যারা ন্যায্যতার আওয়াজ তুলছি এবং যারা দিল্লির বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছি, এমন অনেককে হুমকির মুখে রাখা হয়েছে। তাদের আসন্ন নির্বাচনে হারিয়ে দেওয়ার জন্য এই আর্মড ফোর্সেস, গোয়েন্দা সংস্থা এবং বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা একসঙ্গে কাজ করবে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি।’ তিনি দাবি করেন, এর কিছু আলামত ইতিমধ্যে দেখা গেছে।

ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, ‘ক্যান্টনমেন্টে যাদের এতদিন লুকিয়ে রাখা হয়েছিল, তারা আওয়ামী লীগের দোসর, দালাল, তারা ক্রিমিনাল গ্যাং। তাদের নাম ও সংখ্যা পর্যন্ত প্রকাশ করা হয়নি। আমাদের অনবরত চাপের কারণে নাম প্রকাশ করা হয়েছে। এখন প্রশ্ন হলো, আমরা বারবার বলার পরেও এই মানুষগুলোকে আইনের আওতায় না এনে কেন ছেড়ে দেওয়া হলো। আমরা সরকারের কাছে বারবার এই দাবি করেছি।’

তিনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে ‘অযোগ্য’ ব্যক্তি দাবি করে পুনরায় বলেন, ‘তাঁকে সরিয়ে ভালো কাউকে দায়িত্ব দেওয়া হোক।’

তিনি বলেন, ‘আপনারা দেখবেন, কিছু সাবেক সেনা কর্মকর্তা আছেন এবং তাদের কিছু দালাল বুদ্ধিজীবী ও সাংবাদিক আছেন— তারা বারবার বলেন আমরা নাকি রাষ্ট্রকে দুর্বল করে দিচ্ছি। সেনাদের বিচার চেয়ে আমরা রাষ্ট্র ও সরকারকে সেনাবাহিনীর মুখোমুখি করছি। তারা বলার চেষ্টা করেন যে এসব করলে সেনাবাহিনী নাকি দুর্বল হয়ে যাবে, রাষ্ট্র দুর্বল হয়ে যাবে।’

তিনি পাল্টা যুক্তি দিয়ে বলেন, ‘৫০/৬০/১০০ ক্রিমিনাল একটা সংগঠনে থাকলে বরং সংগঠনটি বেশি দুর্বল হওয়ার কথা। তাই সংগঠনকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হলে আমরা বর্জ্যগুলোকে আলাদা করতে বলেছি। সেনাবাহিনীর বর্জ্যগুলোকে একটা ব্যবস্থাপনার অধীনে আনতে বলেছি।’

সমাবেশে রংপুর-৩ আসনের এবি পার্টির প্রার্থী হিসেবে মোস্তাফিজার রহমানকে পরিচয় করিয়ে দেন তিনি। এই মতবিনিময় সভায় এবি পার্টির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।