চলমান বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। রবিবার সিডনি সিক্সার্সের বিপক্ষে হোবার্টের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্বের টিকিট পেয়েছে তারা।
সিডনিতে ম্যাচটি শুরু হলেও বৈরী আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত আর মাঠে গড়ায়নি। শক্তিশালী সিডনির ওপেনিং জুটি স্টিভ স্মিথ ও বাবর আজম প্রথম পাঁচ ওভারে ৩২ রান তোলার পরই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি, ফলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
হোবার্ট হারিকেনসের এই সাফল্যের অন্যতম কারিগর বাংলাদেশি তারকা রিশাদ হোসেন। যদিও এই ম্যাচে তার বল হাতে নামার সুযোগ হয়নি, তবে চলমান আসরে তিনি ইতোমধ্যেই নিজের জাত চিনিয়েছেন। ৯ ম্যাচে ১১ উইকেট নিয়ে তিনি টুর্নামেন্টের সফলতম স্পিনারদের একজন। তার ঘূর্ণি জাদুতে প্রতিপক্ষ ব্যাটসম্যানরা বারবার পরাস্ত হয়েছেন, যা হোবার্টের পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দলই একটি করে পয়েন্ট ভাগ করে নেয়। এতে ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসে হোবার্ট হারিকেনস। এক ম্যাচ হাতে রেখেই তারা নিশ্চিত করে নকআউট পর্ব।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার ব্রিসবেন হিটের মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা হোবার্ট। প্লে-অফেও রিশাদদের এমন ধারাবাহিক পারফরম্যান্সের দিকেই তাকিয়ে থাকবে সমর্থকরা।
রিপোর্টারের নাম 

























