নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আকিজ সিমেন্ট কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণে অন্তত সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় একরামপুর এলাকার কারখানাটিতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ শ্রমিকরা হলেন- হান্নান (৪৫), মঞ্জুর (২৮), হাবীব (৪৩), রাকিবুল (২৫), খোরশেদ (৩৫), তারেক (২৬) ও ফেরদৌস (৩৫)। তাদের সবার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে এবং বিস্ফোরণের তীব্রতায় ছিটকে আসা কাচের আঘাতেও তারা আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আকিজ সিমেন্ট কারখানার পলি ফাইভার ইউনিটে সিমেন্টের ব্যাগ তৈরির কাজ চলছিল। সন্ধ্যা পৌনে ৬টার দিকে সেখানে ব্যবহৃত ‘হিট এক্সচেঞ্জ’ নামের একটি মেশিনের বয়লারে আকস্মিকভাবে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার কয়েকটি কক্ষের কাচের দেয়াল ভেঙে যায়। ঘটনার পরপরই কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং দগ্ধ শ্রমিকদের জরুরি ভিত্তিতে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।”
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ জানান, “সন্ধ্যা ৬টার দিকে বয়লার কক্ষে বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিস্ফোরণের প্রভাবে শ্রমিকদের শরীরের কিছু অংশ পুড়ে গেছে এবং কাচের আঘাতও লেগেছে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”
রিপোর্টারের নাম 





















