সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার পাশাপাশি লিখিত ব্যাখ্যা (রিজয়েন্ডার) তলব করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) রাতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির আঞ্চলিক ক্রিকেট সেন্টার আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি এই সিদ্ধান্তের কথা জানান। আমিনুল ইসলাম বুলবুল বলেন, “তামিম ইকবালের মতো একজন অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটারের বিষয়ে মন্তব্য করার আগে ওই পরিচালকের আরও সতর্ক হওয়া উচিত ছিল। তিনি তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এই মন্তব্য করেছেন। আমরা তাকে লিখিত জবাব দিতে বলেছি।”
বুলবুল আরও যোগ করেন, “জাতীয় দলের একজন সফল অধিনায়ক ও পারফর্মার হিসেবে তামিমের প্রতি আমাদের সম্মান থাকা উচিত। এমন কিছু লেখার আগে বারবার ভাবা দরকার ছিল। আমরা তাকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছি এবং এটি মূলত একটি কারণ দর্শানো নোটিশেরই অংশ।”
আগামী ২৪ জানুয়ারি বিসিবির পরবর্তী বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, সেখানে এম নাজমুল ইসলামের এই আচরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তিনি স্পষ্ট করে দেন, যেহেতু অভিযুক্ত ব্যক্তি নিজেও বোর্ডের একজন পরিচালক, তাই বিসিবির শৃঙ্খলা রক্ষা ও নৈতিকতার স্বার্থে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে।
উল্লেখ্য, সম্প্রতি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা প্রসঙ্গে তামিম ইকবাল এক সাক্ষাৎকারে বিসিবিকে ক্রিকেটের স্বার্থে সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন। এর জের ধরে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম তার ফেসবুক পোস্টে তামিমকে প্রকারান্তরে ‘ইন্ডিয়ান এজেন্ট’ হিসেবে আখ্যায়িত করেন, যা দেশের ক্রিকেট মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু জটিলতা প্রসঙ্গে বিসিবি সভাপতি জানান, তারা বর্তমানে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। বাংলাদেশ দলের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে বিসিবি যে কোনো ছাড় দেবে না, তা আইসিসিকে ইতোমধ্যেই অবহিত করা হয়েছে।
রিপোর্টারের নাম 






















