ঢাকা ১১:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

নারী ফুটবল লিগে গোলের সুনামি: এক ম্যাচেই ১৮ গোল, একাধিক হ্যাটট্রিক

বাংলাদেশ নারী ফুটবল লিগে গতকাল ছিল এক অভূতপূর্ব গোল উৎসবের দিন। মাঠ মাতিয়েছেন দেশের শীর্ষ নারী ফুটবল দলগুলো, উপহার দিয়েছেন একের পর এক চমকপ্রদ জয়। বিশেষ করে বাংলাদেশ আর্মি ফুটবল ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব এবং আনসার ও ভিডিপি নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে। ফুটবলপ্রেমীরা এদিন একাধিক হ্যাটট্রিক এবং অগণিত গোলের সাক্ষী হয়েছে।

আর্মি ফুটবল ক্লাবের গোলবৃষ্টি
দিনের সবচেয়ে বড় চমকটি এসেছে বাংলাদেশ আর্মি ফুটবল ক্লাবের কাছ থেকে। জামালপুর কাচারিপাড়া একাদশকে তারা বিধ্বস্ত করেছে ১৮-০ গোলের বিশাল ব্যবধানে। এই গোল বন্যায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অসাধারণ ফর্মে থাকা উন্নতি খাতুন, যিনি একাই জালে বল জড়িয়েছেন ৬ বার। এছাড়াও সুলতানা করেছেন ৪ গোল এবং তনিমা বিশ্বাস আদায় করে নিয়েছেন চোখ ধাঁধানো এক হ্যাটট্রিক। অর্পিতা বিশ্বাস দুটি এবং হালিমা একটি গোল করে দলের বড় জয়ে অবদান রাখেন।

ফরাশগঞ্জের দাপট অব্যাহত
ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব তাদের দাপট বজায় রেখেছে সিরাজ স্মৃতি সংসদের বিপক্ষে। ৯-০ গোলের দাপুটে জয় তুলে নিয়ে লিগ টেবিলে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে পুরনো ঢাকার এই দলটি। ম্যাচসেরা শামসুন্নাহার জুনিয়র একাই করেছেন ৪ গোল, আর অভিজ্ঞ মারিয়া মান্দা পেয়েছেন একটি দুর্দান্ত হ্যাটট্রিকের স্বাদ। নেপালি রিক্রুট পুজা রানা এবং শামসুন্নাহার সিনিয়রও একটি করে গোল করেছেন।

চ্যাম্পিয়নদের চমকে দিল আনসার
দিনের প্রথম ম্যাচে বড় অঘটন ঘটিয়ে দিয়েছে আনসার ও ভিডিপি। বর্তমান চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমিকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে তারা নিজেদের সক্ষমতার জানান দিয়েছে। উমেহ্লা মারমা একাই ৫ গোল করে প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন। মামনি চাকমা ও সুইচিং মারমা অন্য দুটি গোল করেন। নাসরিনের পক্ষে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি আসে পপি রানীর পা থেকে।

সদ্য পুস্করণীর জয়রথ
অন্য ম্যাচে ঢাকা রেঞ্জার্সকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে সদ্য পুস্করনী ক্লাব। জান্নাতুল ফেরদৌস ঝিনুক ৪ গোল করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। শিলা আক্তার, অনন্যা খানম এবং সিনহা আয়াত বাকি তিন গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহিত সাগরের উত্তেজনার জেরে আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করল সোমালিয়া

নারী ফুটবল লিগে গোলের সুনামি: এক ম্যাচেই ১৮ গোল, একাধিক হ্যাটট্রিক

আপডেট সময় : ০৯:৩৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ নারী ফুটবল লিগে গতকাল ছিল এক অভূতপূর্ব গোল উৎসবের দিন। মাঠ মাতিয়েছেন দেশের শীর্ষ নারী ফুটবল দলগুলো, উপহার দিয়েছেন একের পর এক চমকপ্রদ জয়। বিশেষ করে বাংলাদেশ আর্মি ফুটবল ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব এবং আনসার ও ভিডিপি নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে। ফুটবলপ্রেমীরা এদিন একাধিক হ্যাটট্রিক এবং অগণিত গোলের সাক্ষী হয়েছে।

আর্মি ফুটবল ক্লাবের গোলবৃষ্টি
দিনের সবচেয়ে বড় চমকটি এসেছে বাংলাদেশ আর্মি ফুটবল ক্লাবের কাছ থেকে। জামালপুর কাচারিপাড়া একাদশকে তারা বিধ্বস্ত করেছে ১৮-০ গোলের বিশাল ব্যবধানে। এই গোল বন্যায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অসাধারণ ফর্মে থাকা উন্নতি খাতুন, যিনি একাই জালে বল জড়িয়েছেন ৬ বার। এছাড়াও সুলতানা করেছেন ৪ গোল এবং তনিমা বিশ্বাস আদায় করে নিয়েছেন চোখ ধাঁধানো এক হ্যাটট্রিক। অর্পিতা বিশ্বাস দুটি এবং হালিমা একটি গোল করে দলের বড় জয়ে অবদান রাখেন।

ফরাশগঞ্জের দাপট অব্যাহত
ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব তাদের দাপট বজায় রেখেছে সিরাজ স্মৃতি সংসদের বিপক্ষে। ৯-০ গোলের দাপুটে জয় তুলে নিয়ে লিগ টেবিলে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে পুরনো ঢাকার এই দলটি। ম্যাচসেরা শামসুন্নাহার জুনিয়র একাই করেছেন ৪ গোল, আর অভিজ্ঞ মারিয়া মান্দা পেয়েছেন একটি দুর্দান্ত হ্যাটট্রিকের স্বাদ। নেপালি রিক্রুট পুজা রানা এবং শামসুন্নাহার সিনিয়রও একটি করে গোল করেছেন।

চ্যাম্পিয়নদের চমকে দিল আনসার
দিনের প্রথম ম্যাচে বড় অঘটন ঘটিয়ে দিয়েছে আনসার ও ভিডিপি। বর্তমান চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমিকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে তারা নিজেদের সক্ষমতার জানান দিয়েছে। উমেহ্লা মারমা একাই ৫ গোল করে প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন। মামনি চাকমা ও সুইচিং মারমা অন্য দুটি গোল করেন। নাসরিনের পক্ষে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি আসে পপি রানীর পা থেকে।

সদ্য পুস্করণীর জয়রথ
অন্য ম্যাচে ঢাকা রেঞ্জার্সকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে সদ্য পুস্করনী ক্লাব। জান্নাতুল ফেরদৌস ঝিনুক ৪ গোল করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। শিলা আক্তার, অনন্যা খানম এবং সিনহা আয়াত বাকি তিন গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।