ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের মামলা থেকে নাম প্রত্যাহার করলেন ব্যারিস্টার সরওয়ার

পেশাগত নীতির কারণ দেখিয়ে আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার জানিয়েছেন, তিনি ১৫ জন সেনা কর্মকর্তার পক্ষে আর আইনি লড়াই চালাবেন না। এই কর্মকর্তারা আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে দুটি গুমের মামলা এবং রামপুরায় ২৮ জনকে হত্যার মামলায় অভিযুক্ত।

রোববার (৯ নভেম্বর) তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ একটি আবেদন জানান এবং আনুষ্ঠানিকভাবে এই মামলাগুলো থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন।

এদিন ব্যারিস্টার এম সরওয়ার নিজের নাম প্রত্যাহারের জন্য আবেদন করলে, ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বে গঠিত দুই সদস্যের বিচারিক প্যানেল সেই আবেদনটি গ্রহণ করেন। এর ফলে, ওকালতনামা থেকে তার নাম প্রত্যাহার হয়ে গেছে।

এর আগে, গত ২২ অক্টোবর এই তিনটি মামলায় ১৫ জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। শুনানি শেষে ট্রাইব্যুনাল তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়ে দেন। সেদিন আসামিদের পক্ষে আইনজীবী হিসেবে সরওয়ারই ছিলেন। এই ঘটনার পরদিন থেকেই তিনি সমালোচনার মুখে পড়েন।

ট্রাইব্যুনাল গুমের দুটি মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ নভেম্বর দিন ধার্য করেছেন। এছাড়া রামপুরায় ২৮ জনকে হত্যার মামলাটির শুনানি হবে ২৪ নভেম্বর।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে সহিংসতায় প্রাণহানি: দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের মামলা থেকে নাম প্রত্যাহার করলেন ব্যারিস্টার সরওয়ার

আপডেট সময় : ০৩:৪৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

পেশাগত নীতির কারণ দেখিয়ে আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার জানিয়েছেন, তিনি ১৫ জন সেনা কর্মকর্তার পক্ষে আর আইনি লড়াই চালাবেন না। এই কর্মকর্তারা আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে দুটি গুমের মামলা এবং রামপুরায় ২৮ জনকে হত্যার মামলায় অভিযুক্ত।

রোববার (৯ নভেম্বর) তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ একটি আবেদন জানান এবং আনুষ্ঠানিকভাবে এই মামলাগুলো থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন।

এদিন ব্যারিস্টার এম সরওয়ার নিজের নাম প্রত্যাহারের জন্য আবেদন করলে, ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বে গঠিত দুই সদস্যের বিচারিক প্যানেল সেই আবেদনটি গ্রহণ করেন। এর ফলে, ওকালতনামা থেকে তার নাম প্রত্যাহার হয়ে গেছে।

এর আগে, গত ২২ অক্টোবর এই তিনটি মামলায় ১৫ জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। শুনানি শেষে ট্রাইব্যুনাল তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়ে দেন। সেদিন আসামিদের পক্ষে আইনজীবী হিসেবে সরওয়ারই ছিলেন। এই ঘটনার পরদিন থেকেই তিনি সমালোচনার মুখে পড়েন।

ট্রাইব্যুনাল গুমের দুটি মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ নভেম্বর দিন ধার্য করেছেন। এছাড়া রামপুরায় ২৮ জনকে হত্যার মামলাটির শুনানি হবে ২৪ নভেম্বর।