ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

আওয়ামী লীগ ও জাপার ৫৬ ইউপি সদস্যের বিএনপিতে যোগদান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

লালমনিরহাট সদর উপজেলার মোট ৫৬ জন নির্বাচিত ইউপি (ইউনিয়ন পরিষদ) সদস্য আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির (জাপা) রাজনীতি ত্যাগ করে জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। গত শনিবার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে জেলা পরিষদ পুরাতন মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ মতবিনিময় ও যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা এই সিদ্ধান্ত নেন। এর আগে গত ২০ অক্টোবর মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ হলরুমে তারা একযোগে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

যদিও প্রাথমিক ঘোষণায় ৮৬ জন ইউপি সদস্যের যোগদানের কথা ছিল, তবে অনুষ্ঠানে ৫৬ জন সদস্য বিএনপিতে যোগ দেন। যোগদান শেষে প্রতিটি নতুন সদস্যকে বিএনপির সদস্য কার্ড এবং দলীয় প্রতীক ‘ধানের শীষ’ সম্বলিত একটি করে ছাতা উপহার দেওয়া হয়।

উপহার তুলে দেওয়ার সময় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আপনাদের আজকের সিদ্ধান্ত শুধু দল পরিবর্তন নয়, বরং গণতন্ত্রের মুক্তি আন্দোলনের একটি নতুন অধ্যায়।” তিনি আরও যোগ করেন, তৃণমূলে জনগণের নিকটবর্তী প্রতিনিধি হিসেবে তাদের যোগদান প্রমাণ করে দেশে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং মানুষ স্বাধীন ভোটাধিকার চায়। বিএনপি সেই মুক্তির একমাত্র অগ্রদূত।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি নবাগত ইউপি সদস্যদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান। অনুষ্ঠানে যোগদানকারী একাধিক ইউপি সদস্য তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন এবং বিগত ১৭ বছরের আওয়ামী লীগের ‘ফ্যাসিস্ট অপরাজনীতি’ নিয়ে বক্তব্য দেন।

এই যোগদান অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, এবিএম ফারুক সিদ্দিকী, সাইদুল ইসলাম পাটোয়ারী সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র আব্দুস সালামসহ সদর উপজেলার ৯টি ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

রাখাইনে ত্রিমুখী ভয়াবহ সংঘর্ষ: টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ সশস্ত্র সদস্য আটক

আওয়ামী লীগ ও জাপার ৫৬ ইউপি সদস্যের বিএনপিতে যোগদান

আপডেট সময় : ১০:২০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

লালমনিরহাট সদর উপজেলার মোট ৫৬ জন নির্বাচিত ইউপি (ইউনিয়ন পরিষদ) সদস্য আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির (জাপা) রাজনীতি ত্যাগ করে জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। গত শনিবার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে জেলা পরিষদ পুরাতন মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ মতবিনিময় ও যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা এই সিদ্ধান্ত নেন। এর আগে গত ২০ অক্টোবর মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ হলরুমে তারা একযোগে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

যদিও প্রাথমিক ঘোষণায় ৮৬ জন ইউপি সদস্যের যোগদানের কথা ছিল, তবে অনুষ্ঠানে ৫৬ জন সদস্য বিএনপিতে যোগ দেন। যোগদান শেষে প্রতিটি নতুন সদস্যকে বিএনপির সদস্য কার্ড এবং দলীয় প্রতীক ‘ধানের শীষ’ সম্বলিত একটি করে ছাতা উপহার দেওয়া হয়।

উপহার তুলে দেওয়ার সময় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আপনাদের আজকের সিদ্ধান্ত শুধু দল পরিবর্তন নয়, বরং গণতন্ত্রের মুক্তি আন্দোলনের একটি নতুন অধ্যায়।” তিনি আরও যোগ করেন, তৃণমূলে জনগণের নিকটবর্তী প্রতিনিধি হিসেবে তাদের যোগদান প্রমাণ করে দেশে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং মানুষ স্বাধীন ভোটাধিকার চায়। বিএনপি সেই মুক্তির একমাত্র অগ্রদূত।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি নবাগত ইউপি সদস্যদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান। অনুষ্ঠানে যোগদানকারী একাধিক ইউপি সদস্য তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন এবং বিগত ১৭ বছরের আওয়ামী লীগের ‘ফ্যাসিস্ট অপরাজনীতি’ নিয়ে বক্তব্য দেন।

এই যোগদান অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, এবিএম ফারুক সিদ্দিকী, সাইদুল ইসলাম পাটোয়ারী সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র আব্দুস সালামসহ সদর উপজেলার ৯টি ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।