ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ডিজিটাল উদ্ভাবন জোরদারে শ্রীলঙ্কাকে টেক করিডোর তৈরির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

ডিজিটাল উদ্ভাবন ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করতে শ্রীলঙ্কাকে ‘টেক করিডোর’ তৈরির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) কলম্বোতে অনুষ্ঠিত বাংলাদেশ–শ্রীলঙ্কা পররাষ্ট্র দপ্তরের পরামর্শক সভায় (এফওসি) এই প্রস্তাব দেওয়া হয়।

সভায় বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং শ্রীলঙ্কার পক্ষে ছিলেন দেশটির পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব অরুণী রানারাজা। প্রায় আট বছর পর অনুষ্ঠিত এই সভায় কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, বিনিয়োগ, ডিজিটাল অর্থনীতি, প্রতিরক্ষা, পর্যটন, যোগাযোগ, মৎস্য ও সংস্কৃতিসহ পারস্পরিক স্বার্থের নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

শ্রীলঙ্কা বাংলাদেশের সঙ্গে সবুজ পর্যটন উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে, যা বাংলাদেশ স্বাগত জানিয়েছে। উভয় দেশ চা ও বৌদ্ধ পর্যটন সার্কিটসহ যৌথ পর্যটন উদ্যোগ গড়ে তুলতে এবং পর্যটন সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক চূড়ান্ত করতে একমত হয়েছে।

শ্রীলঙ্কা বাংলাদেশের বিনিয়োগ ও প্রবাসী উপস্থিতির প্রশংসা করে বাংলাদেশি উদ্যোক্তাদের দেশটির উন্নয়ন প্রকল্প, লজিস্টিক সেবা, কৃষি ও পর্যটন খাতে বিনিয়োগের আহ্বান জানায়। অন্যদিকে, বাংলাদেশ শ্রীলঙ্কাকে তার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং শিল্পপার্কে বিশেষ করে ওষুধ, পর্যটন, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও আইসিটি খাতে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছে।

সভায় বাংলাদেশ শ্রীলঙ্কাকে ওষুধপণ্যের নিবন্ধনপ্রক্রিয়া সহজ করার আহ্বান জানায়। উভয় দেশ বাণিজ্য সহজতর করতে যৌথভাবে কাজ করতে এবং বাণিজ্য ও জাহাজ চলাচল সংক্রান্ত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক দ্রুত আহ্বান করতে সম্মত হয়। পাশাপাশি দুই দেশের চেম্বার ও বেসরকারি খাতের সম্পৃক্ততা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

যোগাযোগ ও পরিবহন সহযোগিতা জোরদারে উভয় দেশ চট্টগ্রাম ও কলম্বোর মধ্যে বন্দর সংযোগ স্থাপনের সম্ভাবনা অন্বেষণের বিষয়ে একমত হয়। কৃষি ও মৎস্য চাষে সহযোগিতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়, বিশেষ করে জলসম্পদ ব্যবস্থাপনা, গভীর সমুদ্র ও মিঠা পানির মাছ চাষে প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের উদ্যোগ নেওয়ার প্রস্তাব ওঠে।

সভায় শিক্ষা ও স্বাস্থ্য খাতেও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। শ্রীলঙ্কায় বাংলাদেশি নার্সদের প্রশিক্ষণের জন্য বার্ষিক স্লট বাড়ানোর প্রস্তাব দেয় শ্রীলঙ্কা, যা বাংলাদেশ সাধুবাদ জানায়। তরুণ উন্নয়নে সহযোগিতা বাড়াতে উভয় দেশ একমত হয়। বাংলাদেশ অ্যাথলেটিক্স, ক্রীড়া বিজ্ঞান ও ক্রিকেটে ডিপ্লোমা প্রোগ্রাম বিনিময়ের প্রস্তাব দেয়।

এ ছাড়া, দুই দেশের জাতীয় সংবাদ সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। উভয় পক্ষ সার্ক, বিমসটেক ও আইওআরএ-র মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

বাংলাদেশ প্রতিনিধি দলে শ্রীলঙ্কায় নিযুক্ত হাইকমিশনার আন্দালিব ইলিয়াস উপস্থিত ছিলেন। সভা শেষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হরিণী আমরসুরিয়া ও উপমন্ত্রী অরুণ হেমচন্দ্রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

রাখাইনে ত্রিমুখী ভয়াবহ সংঘর্ষ: টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ সশস্ত্র সদস্য আটক

ডিজিটাল উদ্ভাবন জোরদারে শ্রীলঙ্কাকে টেক করিডোর তৈরির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ

আপডেট সময় : ০৮:১৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

ডিজিটাল উদ্ভাবন ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করতে শ্রীলঙ্কাকে ‘টেক করিডোর’ তৈরির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) কলম্বোতে অনুষ্ঠিত বাংলাদেশ–শ্রীলঙ্কা পররাষ্ট্র দপ্তরের পরামর্শক সভায় (এফওসি) এই প্রস্তাব দেওয়া হয়।

সভায় বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং শ্রীলঙ্কার পক্ষে ছিলেন দেশটির পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব অরুণী রানারাজা। প্রায় আট বছর পর অনুষ্ঠিত এই সভায় কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, বিনিয়োগ, ডিজিটাল অর্থনীতি, প্রতিরক্ষা, পর্যটন, যোগাযোগ, মৎস্য ও সংস্কৃতিসহ পারস্পরিক স্বার্থের নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

শ্রীলঙ্কা বাংলাদেশের সঙ্গে সবুজ পর্যটন উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে, যা বাংলাদেশ স্বাগত জানিয়েছে। উভয় দেশ চা ও বৌদ্ধ পর্যটন সার্কিটসহ যৌথ পর্যটন উদ্যোগ গড়ে তুলতে এবং পর্যটন সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক চূড়ান্ত করতে একমত হয়েছে।

শ্রীলঙ্কা বাংলাদেশের বিনিয়োগ ও প্রবাসী উপস্থিতির প্রশংসা করে বাংলাদেশি উদ্যোক্তাদের দেশটির উন্নয়ন প্রকল্প, লজিস্টিক সেবা, কৃষি ও পর্যটন খাতে বিনিয়োগের আহ্বান জানায়। অন্যদিকে, বাংলাদেশ শ্রীলঙ্কাকে তার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং শিল্পপার্কে বিশেষ করে ওষুধ, পর্যটন, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও আইসিটি খাতে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছে।

সভায় বাংলাদেশ শ্রীলঙ্কাকে ওষুধপণ্যের নিবন্ধনপ্রক্রিয়া সহজ করার আহ্বান জানায়। উভয় দেশ বাণিজ্য সহজতর করতে যৌথভাবে কাজ করতে এবং বাণিজ্য ও জাহাজ চলাচল সংক্রান্ত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক দ্রুত আহ্বান করতে সম্মত হয়। পাশাপাশি দুই দেশের চেম্বার ও বেসরকারি খাতের সম্পৃক্ততা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

যোগাযোগ ও পরিবহন সহযোগিতা জোরদারে উভয় দেশ চট্টগ্রাম ও কলম্বোর মধ্যে বন্দর সংযোগ স্থাপনের সম্ভাবনা অন্বেষণের বিষয়ে একমত হয়। কৃষি ও মৎস্য চাষে সহযোগিতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়, বিশেষ করে জলসম্পদ ব্যবস্থাপনা, গভীর সমুদ্র ও মিঠা পানির মাছ চাষে প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের উদ্যোগ নেওয়ার প্রস্তাব ওঠে।

সভায় শিক্ষা ও স্বাস্থ্য খাতেও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। শ্রীলঙ্কায় বাংলাদেশি নার্সদের প্রশিক্ষণের জন্য বার্ষিক স্লট বাড়ানোর প্রস্তাব দেয় শ্রীলঙ্কা, যা বাংলাদেশ সাধুবাদ জানায়। তরুণ উন্নয়নে সহযোগিতা বাড়াতে উভয় দেশ একমত হয়। বাংলাদেশ অ্যাথলেটিক্স, ক্রীড়া বিজ্ঞান ও ক্রিকেটে ডিপ্লোমা প্রোগ্রাম বিনিময়ের প্রস্তাব দেয়।

এ ছাড়া, দুই দেশের জাতীয় সংবাদ সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। উভয় পক্ষ সার্ক, বিমসটেক ও আইওআরএ-র মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

বাংলাদেশ প্রতিনিধি দলে শ্রীলঙ্কায় নিযুক্ত হাইকমিশনার আন্দালিব ইলিয়াস উপস্থিত ছিলেন। সভা শেষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হরিণী আমরসুরিয়া ও উপমন্ত্রী অরুণ হেমচন্দ্রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।