ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

পর্যটক কমায় নভেম্বরে সেন্ট মার্টিনে জাহাজ চালাচ্ছেন না মালিকেরা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। তবে সেখানে রাত্রিযাপনের অনুমতি না থাকায় ভ্রমণপিপাসুদের আগ্রহ কমে যাওয়ায়, জাহাজ মালিকরা যাত্রী সংকটের কারণে নভেম্বরে জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে, দীর্ঘদিন বন্ধ থাকার পর সরকার নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাসের জন্য নির্দিষ্ট কিছু শর্তে পর্যটকদের দ্বীপে যাওয়ার অনুমতি দিয়েছে।

তবে, সরকার নভেম্বর মাসে সেন্ট মার্টিনে রাত কাটানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে দর্শনার্থীদের একই দিনে গিয়ে আবার ফিরে আসতে হবে। এত দীর্ঘ পথ একদিনে পাড়ি দেওয়া সময়সাপেক্ষ এবং ক্লান্তিকর, যার কারণে ভ্রমণকারীরা আগ্রহ হারাচ্ছেন।

এতে জাহাজ মালিকরা যাত্রী সংকটে পড়েছেন। তাই প্রস্তুতি নেওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত মালিকরা নভেম্বরে জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রসঙ্গে সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর গণমাধ্যমকে বলেন, ‘দিনে গিয়ে দিনে ফিরে আসার যে সিদ্ধান্ত, সেটি আসলে পর্যটক ও পর্যটন শিল্পের সাথে যুক্ত সকলের সাথে একপ্রকার তামাশা করা।’

অন্যদিকে, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, ‘নভেম্বর মাসে পর্যটকরা জাহাজে দিনে গিয়ে দিনে ফিরে আসবেন। এবার অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে।’

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাখাইনে ত্রিমুখী ভয়াবহ সংঘর্ষ: টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ সশস্ত্র সদস্য আটক

পর্যটক কমায় নভেম্বরে সেন্ট মার্টিনে জাহাজ চালাচ্ছেন না মালিকেরা

আপডেট সময় : ১১:২৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। তবে সেখানে রাত্রিযাপনের অনুমতি না থাকায় ভ্রমণপিপাসুদের আগ্রহ কমে যাওয়ায়, জাহাজ মালিকরা যাত্রী সংকটের কারণে নভেম্বরে জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে, দীর্ঘদিন বন্ধ থাকার পর সরকার নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাসের জন্য নির্দিষ্ট কিছু শর্তে পর্যটকদের দ্বীপে যাওয়ার অনুমতি দিয়েছে।

তবে, সরকার নভেম্বর মাসে সেন্ট মার্টিনে রাত কাটানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে দর্শনার্থীদের একই দিনে গিয়ে আবার ফিরে আসতে হবে। এত দীর্ঘ পথ একদিনে পাড়ি দেওয়া সময়সাপেক্ষ এবং ক্লান্তিকর, যার কারণে ভ্রমণকারীরা আগ্রহ হারাচ্ছেন।

এতে জাহাজ মালিকরা যাত্রী সংকটে পড়েছেন। তাই প্রস্তুতি নেওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত মালিকরা নভেম্বরে জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রসঙ্গে সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর গণমাধ্যমকে বলেন, ‘দিনে গিয়ে দিনে ফিরে আসার যে সিদ্ধান্ত, সেটি আসলে পর্যটক ও পর্যটন শিল্পের সাথে যুক্ত সকলের সাথে একপ্রকার তামাশা করা।’

অন্যদিকে, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, ‘নভেম্বর মাসে পর্যটকরা জাহাজে দিনে গিয়ে দিনে ফিরে আসবেন। এবার অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে।’