হবিগঞ্জের মাধবপুরে র্যাবের অভিযানে ৫৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এই সময় মোট ১১টি প্যাকেটে মোড়ানো ৫৩ কেজি গাঁজা জব্দ করা হয়।
শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের চুনারুঘাট-মাধবপুর সড়কের একটি পরিত্যক্ত যাত্রীছাউনি এলাকা থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মৃত্তিকা চা বাগানের মৃত রবি উরাং-এর ছেলে জনক উরাং এবং চুনারুঘাট উপজেলার রামগঙ্গা চা বাগানের মৃত কমল ভৌমিকের ছেলে দুলাল ভৌমিক।
র্যাব সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা পরস্পর যোগসাজশে জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
র্যাব-৯ এর একজন কর্মকর্তা জানিয়েছেন, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে র্যাব সর্বদা অঙ্গীকারবদ্ধ।
রিপোর্টারের নাম 
























