ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

মানবাধিকার কমিশনের নতুন নেতৃত্ব খুঁজতে ৬ সদস্যের বাছাই কমিটি গঠন

জাতীয় মানবাধিকার কমিশনের শূন্য পদগুলো পূরণের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের বাছাই কমিটি গঠন করেছে সরকার। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবকে এই কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ আসাদুজ্জামান নূর স্বাক্ষরিত ওই অফিস আদেশে জানানো হয়, ছয় সদস্যবিশিষ্ট এই কমিটি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন ও কমিশনার নিয়োগের জন্য যোগ্য ব্যক্তিদের নাম সুপারিশ করবে।

কমিটির অন্য সদস্যরা হলেন—মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহনাজ হুদা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল হাসিব চৌধুরী এবং গণপূর্ত অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী কুবলেশ্বর ত্রিপুরা। এছাড়া পদাধিকারবলে জাতীয় প্রেসক্লাবের সভাপতি অথবা মানবাধিকার বিষয়ে অভিজ্ঞ কোনো একজন জ্যেষ্ঠ সাংবাদিক এই কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

দেশের মানবাধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ এই সাংবিধানিক প্রতিষ্ঠানের শীর্ষ পদগুলো দীর্ঘদিন যাবৎ শূন্য থাকায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। নবগঠিত এই কমিটি দ্রুততম সময়ের মধ্যে যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের নাম বাছাই করে চূড়ান্ত নিয়োগের জন্য সরকারের কাছে প্রস্তাব পেশ করবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় নির্বাচনের প্রজ্ঞাপনে শাবিপ্রবি শাকসু নির্বাচন স্থগিতের শঙ্কা, শিক্ষার্থীদের ক্ষোভ

মানবাধিকার কমিশনের নতুন নেতৃত্ব খুঁজতে ৬ সদস্যের বাছাই কমিটি গঠন

আপডেট সময় : ০৬:২৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

জাতীয় মানবাধিকার কমিশনের শূন্য পদগুলো পূরণের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের বাছাই কমিটি গঠন করেছে সরকার। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবকে এই কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ আসাদুজ্জামান নূর স্বাক্ষরিত ওই অফিস আদেশে জানানো হয়, ছয় সদস্যবিশিষ্ট এই কমিটি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন ও কমিশনার নিয়োগের জন্য যোগ্য ব্যক্তিদের নাম সুপারিশ করবে।

কমিটির অন্য সদস্যরা হলেন—মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহনাজ হুদা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল হাসিব চৌধুরী এবং গণপূর্ত অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী কুবলেশ্বর ত্রিপুরা। এছাড়া পদাধিকারবলে জাতীয় প্রেসক্লাবের সভাপতি অথবা মানবাধিকার বিষয়ে অভিজ্ঞ কোনো একজন জ্যেষ্ঠ সাংবাদিক এই কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

দেশের মানবাধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ এই সাংবিধানিক প্রতিষ্ঠানের শীর্ষ পদগুলো দীর্ঘদিন যাবৎ শূন্য থাকায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। নবগঠিত এই কমিটি দ্রুততম সময়ের মধ্যে যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের নাম বাছাই করে চূড়ান্ত নিয়োগের জন্য সরকারের কাছে প্রস্তাব পেশ করবে বলে আশা করা হচ্ছে।