ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

হামজা ও মেয়েদের এশিয়ান কাপের জন্য ফুটবলে আগ্রহ বেড়েছে

সাম্প্রতিক সময়ে দেশের ফুটবলে নতুন করে উদ্দীপনা সৃষ্টি হয়েছে। মেয়েরা নিয়মিত সাফল্য পাচ্ছে। জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ার এশিয়ান কাপে। তাছাড়া ইংলিশ ফুটবল লিগে খেলা হামজা চৌধুরীও বাংলাদেশের জার্সি গায়ে খেলছেন। এর রেশ পড়েছে বিকেএসপির ভর্তিতে। এই বছর ভর্তি হতে সবচেয়ে বেশি আবেদন এসেছে ফুটবল বিভাগে!

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) গত ২২ ডিসেম্বর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুরে এবারের ভর্তি কার্যক্রম শুরু হয়। যা শেষ হয়েছে রবিবার। 

ঢাকা বিকেএসপিতে দু’দিন ব্যাপী অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় সর্বমোট ৩ হাজার ৮৭৭ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এবার সবচেয়ে বেশি ১ হাজার ৬৮২ জন ফুটবলে, ১ হাজার ১৯৭ জন ক্রিকেটে এবং ১৯৫ জন ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করেছে। বাকি ৮০৩ জন অন্যান্য  ক্রীড়া বিভাগে অংশ নেয়।

ফুটবলে অধিক সংখ্যক পরীক্ষার্থী আবেদন করার নেপথ্যের কারণ বলতে গিয়ে বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ)  কর্নেল গেলাম মাবুদ হাসান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ফুটবলে নতুন করে উদ্দীপনা দেখা দিয়েছে। হামজা ও মেয়েদের এশিয়ান কাপে খেলার কারণে ফুটবলে আগ্রহ বেড়েছে বলতে পারেন। আলাদা করে বললে মেয়েরা এশিয়ান কাপে খেলছে। হামজা চৌধুরীর মতো ফুটবলার লাল সবুজ জার্সিতে মাঠ মাতাচ্ছেন। তার ওপর হামজা-জামালরা দীর্ঘদিন পর দেশের মাঠে ভারতকে হারিয়েছে। এতে করে ফুটবলের প্রতি সবার ঝোঁক বেড়েছে। তাই বিকেএসপিতে ফুটবলে ভর্তির আবেদন বেশি পড়েছে।’

অনলাইন নিবন্ধন প্রক্রিয়ায় ২১টি ক্রীড়া বিভাগে দশ হাজার তিনশত চৌত্রিশ জন ভর্তি বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আসন খালি থাকা সাপেক্ষে এ বছর প্রায় ২৬০ জনকে চূড়ান্তভাবে ভর্তি করা হবে। আগামী ১৫ জানুয়ারির (সম্ভাব্য) মধ্যে প্রাথমিক বাছাই পরীক্ষার ফলাফল বিকেএসপির অফিসিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হবে।

 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শচীনকে ছাড়িয়ে কোহলির বিশ্বরেকর্ড, কিউইদের হারিয়ে শুভসূচনা ভারতের

হামজা ও মেয়েদের এশিয়ান কাপের জন্য ফুটবলে আগ্রহ বেড়েছে

আপডেট সময় : ০৯:১৮:৪১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

সাম্প্রতিক সময়ে দেশের ফুটবলে নতুন করে উদ্দীপনা সৃষ্টি হয়েছে। মেয়েরা নিয়মিত সাফল্য পাচ্ছে। জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ার এশিয়ান কাপে। তাছাড়া ইংলিশ ফুটবল লিগে খেলা হামজা চৌধুরীও বাংলাদেশের জার্সি গায়ে খেলছেন। এর রেশ পড়েছে বিকেএসপির ভর্তিতে। এই বছর ভর্তি হতে সবচেয়ে বেশি আবেদন এসেছে ফুটবল বিভাগে!

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) গত ২২ ডিসেম্বর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুরে এবারের ভর্তি কার্যক্রম শুরু হয়। যা শেষ হয়েছে রবিবার। 

ঢাকা বিকেএসপিতে দু’দিন ব্যাপী অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় সর্বমোট ৩ হাজার ৮৭৭ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এবার সবচেয়ে বেশি ১ হাজার ৬৮২ জন ফুটবলে, ১ হাজার ১৯৭ জন ক্রিকেটে এবং ১৯৫ জন ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করেছে। বাকি ৮০৩ জন অন্যান্য  ক্রীড়া বিভাগে অংশ নেয়।

ফুটবলে অধিক সংখ্যক পরীক্ষার্থী আবেদন করার নেপথ্যের কারণ বলতে গিয়ে বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ)  কর্নেল গেলাম মাবুদ হাসান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ফুটবলে নতুন করে উদ্দীপনা দেখা দিয়েছে। হামজা ও মেয়েদের এশিয়ান কাপে খেলার কারণে ফুটবলে আগ্রহ বেড়েছে বলতে পারেন। আলাদা করে বললে মেয়েরা এশিয়ান কাপে খেলছে। হামজা চৌধুরীর মতো ফুটবলার লাল সবুজ জার্সিতে মাঠ মাতাচ্ছেন। তার ওপর হামজা-জামালরা দীর্ঘদিন পর দেশের মাঠে ভারতকে হারিয়েছে। এতে করে ফুটবলের প্রতি সবার ঝোঁক বেড়েছে। তাই বিকেএসপিতে ফুটবলে ভর্তির আবেদন বেশি পড়েছে।’

অনলাইন নিবন্ধন প্রক্রিয়ায় ২১টি ক্রীড়া বিভাগে দশ হাজার তিনশত চৌত্রিশ জন ভর্তি বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আসন খালি থাকা সাপেক্ষে এ বছর প্রায় ২৬০ জনকে চূড়ান্তভাবে ভর্তি করা হবে। আগামী ১৫ জানুয়ারির (সম্ভাব্য) মধ্যে প্রাথমিক বাছাই পরীক্ষার ফলাফল বিকেএসপির অফিসিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হবে।