ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

পাবনায় ২০টি অবৈধ ইটভাটাকে ২৫ লাখ জরিমানা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:২৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদী উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানের সময় ২০টি ইটভাটাকে ২৫ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নে এ অভিযান চালানো হয়।

এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক তাসমিনা হোসেন। সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা এ অভিযানে অংশগ্রহণ করেন।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাকুড়িয়া এলাকায় মিজান সরদারের মালিকানাধীন ‘এসবিএম ব্রিকস’ নামে একটি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানের একপর্যায়ে নবীনগর এলাকায় অবস্থিত কয়েকটি ইটভাটায় কর্মরত শ্রমিকরা প্রতিরোধ গড়ে তোলে এবং দাদাপুর–ঈশ্বরদী সড়ক অবরোধের চেষ্টা করে। শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিতে থাকলে যৌথবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অবরোধ সরিয়ে দেয়। এরপর পুনরায় অভিযান শুরু করা হয়।

অভিযানের সময় ২০টি ইটভাটাকে মোট ২৫ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একটি অবৈধ ভাটা সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার শর্তে ভাটা মালিকদের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক তাসমিনা হোসেন জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণহত্যার বিচার হবে আপসহীন, বিশেষ ট্রাইব্যুনালের দাবি শিক্ষার্থীদের: প্রসিকিউটর তামীম

পাবনায় ২০টি অবৈধ ইটভাটাকে ২৫ লাখ জরিমানা

আপডেট সময় : ১২:২৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

পাবনার ঈশ্বরদী উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানের সময় ২০টি ইটভাটাকে ২৫ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নে এ অভিযান চালানো হয়।

এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক তাসমিনা হোসেন। সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা এ অভিযানে অংশগ্রহণ করেন।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাকুড়িয়া এলাকায় মিজান সরদারের মালিকানাধীন ‘এসবিএম ব্রিকস’ নামে একটি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানের একপর্যায়ে নবীনগর এলাকায় অবস্থিত কয়েকটি ইটভাটায় কর্মরত শ্রমিকরা প্রতিরোধ গড়ে তোলে এবং দাদাপুর–ঈশ্বরদী সড়ক অবরোধের চেষ্টা করে। শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিতে থাকলে যৌথবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অবরোধ সরিয়ে দেয়। এরপর পুনরায় অভিযান শুরু করা হয়।

অভিযানের সময় ২০টি ইটভাটাকে মোট ২৫ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একটি অবৈধ ভাটা সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার শর্তে ভাটা মালিকদের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক তাসমিনা হোসেন জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।