**ঢাকা:** দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে পাকিস্তানের নাগরিকদের জন্য কর্মসংস্থানের এক বিশাল সুযোগ সৃষ্টি করেছে ইতালি। এই চুক্তির আওতায় সাড়ে ১০ হাজার পাকিস্তানি নাগরিক ইতালির শ্রমবাজারে কাজের সুযোগ পাবেন।
ইতালির সরকারের এই পদক্ষেপকে পাকিস্তানের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালিক হুসাইন আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তিনি এই চুক্তিটিকে পাকিস্তানের জন্য একটি ঐতিহাসিক ‘মাইলফলক’ হিসেবে বর্ণনা করেছেন।
মন্ত্রী সালিক হুসাইন বলেন, ‘ইউরোপের বিশাল শ্রমবাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার জন্য ইতালির সরকারের এই প্রস্তাব পাকিস্তানিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
তিনি আরও নিশ্চিত করেন যে, চুক্তিটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পাকিস্তান ও ইতালির সমন্বয়ে একটি যৌথ ওয়ার্কিং কমিটি গঠন করা হবে। এই কমিটি ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস থেকে কাজ শুরু করবে।
এই চুক্তির মাধ্যমে একদিকে যেমন পাকিস্তানের বেকারত্ব হ্রাসে সহায়ক হবে, তেমনি অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের শ্রমবাজারে দক্ষ জনশক্তি সরবরাহে দেশটির ভূমিকা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
-এমএমএস
***
রিপোর্টারের নাম 






















