দেশে একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) গঠনের জোর দাবি জানিয়েছে ‘সম্মিলিত নারী প্রয়াস’। একই সঙ্গে বক্তারা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেছেন।
সংগঠনের পক্ষ থেকে ড. শামীমা তাসনিম বলেন, দীর্ঘদিন ধরে দেশে চলমান দলীয় প্রভাবাধীন নির্বাচন কমিশন, মনোনয়ন বাণিজ্য, প্রশাসনের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ এবং সহিংস রাজনীতির কারণে দেশে কখনোই সুষ্ঠু নির্বাচন বা প্রত্যাশিত যোগ্য নেতৃত্ব নিশ্চিত হয়নি। এর ফলস্বরূপ জনগণ তাদের সাংবিধানিক ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ক্রমশ ধ্বংসের মুখে পতিত হচ্ছে।
যোগ্য নেতৃত্বের সংজ্ঞা তুলে ধরে তিনি আরও বলেন, একজন সৎ, দুর্নীতিমুক্ত, শপথ রক্ষাকারী, জবাবদিহিমূলক, দেশপ্রেমিক ও আধিপত্যবিরোধী ব্যক্তিই যোগ্য নেতৃত্ব দিতে পারেন। যিনি রাষ্ট্র পরিচালনাকালে ক্ষমতা ভোগ করার মানসিকতা নয়, বরং জনগণের প্রতি দায়িত্ব পালনের মানসিকতা নিয়ে কাজ করবেন।
বক্তারা সম্মিলিতভাবে উল্লেখ করেন যে, শুধুমাত্র নির্বাচন কমিশনের কাঠামো পরিবর্তন করলেই চলমান সমস্যার সমাধান হবে না। নাগরিকদের মন-মানসিকতার পরিবর্তনও এর জন্য অপরিহার্য। বক্তাদের মতে, দুর্নীতিগ্রস্ত নেতৃত্বকে নির্বাচন করে কোনোভাবেই একটি ইনসাফভিত্তিক দেশ বা ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব নয়।
সভায় বক্তারা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে আনেন। তারা বলেন, হাদি কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলেন না, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, তাঁর হত্যাকারীরা এখনও গ্রেফতার হয়নি এবং ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
রিপোর্টারের নাম 
























