ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) শাহবাগে চলমান আন্দোলনকারীদের দুর্ভোগ কমাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। আন্দোলনস্থলে তাদের জন্য ভ্রাম্যমাণ টয়লেট স্থাপনের ব্যবস্থা করেছে ডিএনসিসি।
আন্দোলনকারীরা কর্তৃপক্ষের এই পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা জানান, ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা তাদের জন্য যথেষ্ট স্বস্তিদায়ক হয়েছে। দিনের পর দিন চলা আন্দোলনে এই সুবিধাটি বিশেষ করে নারী ও বয়স্ক আন্দোলনকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে যে আন্দোলন যদি দীর্ঘস্থায়ী হয় ও চলমান থাকে, তবে প্রয়োজন অনুযায়ী আরও অতিরিক্ত ভ্রাম্যমাণ টয়লেট যুক্ত করার বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে।
রিপোর্টারের নাম 
























