ঢাকা ০২:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ক্যানসার চিকিৎসায় আরও ৬টি লিনাক মেশিন কিনছে সরকার: স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন, দেশে স্তন ক্যানসারসহ বিভিন্ন ধরনের ক্যানসার রোগীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তিনি ক্যানসার প্রতিরোধে খাদ্যাভ্যাস পরিবর্তনসহ স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ‘স্তন ক্যানসার সচেতনতা মাস ২০২৫’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন সভাপতিত্ব করেন।

নূরজাহান বেগম বলেন, “আমাদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করতে হবে, যাতে করে আমরা ৬৪টি জেলায় ক্যানসার সচেতনতার বিষয়টি পৌঁছে দিতে পারি। বর্তমান সরকার প্রতিটি বিভাগীয় হাসপাতালে ক্যানসার, কিডনি ও ডায়ালাইসিসের চিকিৎসার ব্যবস্থা করেছে।”

উপদেষ্টা আরও জানান, ক্যানসার চিকিৎসার জন্য লিনাক মেশিন অত্যন্ত প্রয়োজনীয়। “বর্তমান সরকার ৩৬৩ কোটি টাকা ব্যয়ে আরও ছয়টি লিনাক মেশিন কেনার ব্যবস্থা নিয়েছে,” জানিয়ে তিনি আশা প্রকাশ করেন যে, আগামী কয়েক মাসের মধ্যেই মেশিনগুলো দেশে এসে পৌঁছাবে।

স্তন ক্যানসার চিকিৎসায় যুগোপযোগী ব্যবস্থা নেওয়ার জন্য ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন যে, এই ক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, স্তন ক্যানসার যদি প্রথম দিকে ধরা পড়ে, তবে শতভাগ নিরাময় সম্ভব। এই কারণে লজ্জা বা ভয় না পেয়ে সঠিক সময়ে স্ক্রিনিং করা জরুরি। তিনি আরও বলেন, বর্তমানে দেখা যাচ্ছে ৩০ বছরের কম বয়সীদেরও স্তন ক্যানসার হতে পারে। তাই বয়সকে গুরুত্ব না দিয়ে, কোনো ধরনের উপসর্গ দেখা গেলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাতকানিয়ায় পাহাড়খেকোদের বিরুদ্ধে যৌথ অভিযান, জব্দকৃত এসকেভেটর অকেজো

ক্যানসার চিকিৎসায় আরও ৬টি লিনাক মেশিন কিনছে সরকার: স্বাস্থ্য উপদেষ্টা

আপডেট সময় : ০৭:২৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন, দেশে স্তন ক্যানসারসহ বিভিন্ন ধরনের ক্যানসার রোগীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তিনি ক্যানসার প্রতিরোধে খাদ্যাভ্যাস পরিবর্তনসহ স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ‘স্তন ক্যানসার সচেতনতা মাস ২০২৫’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন সভাপতিত্ব করেন।

নূরজাহান বেগম বলেন, “আমাদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করতে হবে, যাতে করে আমরা ৬৪টি জেলায় ক্যানসার সচেতনতার বিষয়টি পৌঁছে দিতে পারি। বর্তমান সরকার প্রতিটি বিভাগীয় হাসপাতালে ক্যানসার, কিডনি ও ডায়ালাইসিসের চিকিৎসার ব্যবস্থা করেছে।”

উপদেষ্টা আরও জানান, ক্যানসার চিকিৎসার জন্য লিনাক মেশিন অত্যন্ত প্রয়োজনীয়। “বর্তমান সরকার ৩৬৩ কোটি টাকা ব্যয়ে আরও ছয়টি লিনাক মেশিন কেনার ব্যবস্থা নিয়েছে,” জানিয়ে তিনি আশা প্রকাশ করেন যে, আগামী কয়েক মাসের মধ্যেই মেশিনগুলো দেশে এসে পৌঁছাবে।

স্তন ক্যানসার চিকিৎসায় যুগোপযোগী ব্যবস্থা নেওয়ার জন্য ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন যে, এই ক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, স্তন ক্যানসার যদি প্রথম দিকে ধরা পড়ে, তবে শতভাগ নিরাময় সম্ভব। এই কারণে লজ্জা বা ভয় না পেয়ে সঠিক সময়ে স্ক্রিনিং করা জরুরি। তিনি আরও বলেন, বর্তমানে দেখা যাচ্ছে ৩০ বছরের কম বয়সীদেরও স্তন ক্যানসার হতে পারে। তাই বয়সকে গুরুত্ব না দিয়ে, কোনো ধরনের উপসর্গ দেখা গেলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।