বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন যে, দেশের সামগ্রিক জনগোষ্ঠীর প্রায় অর্ধেকই নারী। এই বিপুল সংখ্যক নারীকে যুক্ত না করে কোনোভাবেই দেশের জাতীয় উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। এ কারণে তিনি নারীদেরকে উপযুক্তভাবে দক্ষ করে গড়ে তোলার এবং নেতৃত্ব প্রদান ও ক্ষমতায়নের সুযোগ দেওয়ার ওপর জোর দিয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন যে, নারীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের অবস্থান দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করছে এবং আগামী দিনে দেশের অগ্রগতিতে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজ শুক্রবার সকাল ১১টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের এক পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন। এটি ছিল এই কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী, যা তিন দিন ধরে চলবে।
অনুষ্ঠানের দ্বিতীয় দিনের একটি প্রধান আকর্ষণ ছিল পুনর্মিলনী প্যারেড। জেনারেল ওয়াকার-উজ-জামান প্যারেডে অংশ নিয়ে ক্যাডেট ও সাবেক ক্যাডেটদের কাছ থেকে সালাম গ্রহণ করেন এবং তাদের ভবিষ্যৎ জীবন সাফল্য ও সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনা করেন।
নৈতিকতার গুরুত্ব তুলে ধরে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “আমরা অনেকেই নিজ উদ্যোগে শিক্ষিত হই, ভালো ফল করি বা উচ্চতর ডিগ্রি অর্জন করি। কিন্তু যদি নৈতিকতার অভাব থাকে, তবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকেও আমরা কার্যকরভাবে ভালো কাজ করতে পারি না। কেবল একজন ভালো শিক্ষার্থী হওয়া বা ভালো রেজাল্ট করা যথেষ্ট নয়—সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রত্যেককে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা।”
এই অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফুল হক এবং জয়পুরহাট প্রাক্তন ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখাও বক্তব্য রাখেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ১১ পদাতিক ডিভিশন ও বগুড়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহাম্মেদ, সেনাপ্রধানের সহধর্মিণী কমলিকা জামান, জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরী, পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাব, কলেজের শিক্ষক-কর্মকর্তা, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা।
রিপোর্টারের নাম 

























