ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ক্রমবর্ধমান রাজনৈতিক সহিংসতা ও মব জাস্টিস: ২০২৫-এর মানবাধিকার চিত্র

আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা ও নাগরিক সমাজ। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)-এর বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতায় বাংলাদেশে ১৩৩ জন নিহত এবং ৭,৫১১ জন আহত হয়েছেন। একই সময়ে ‘মব জাস্টিস’ বা গণপিটুনির ঘটনায় ১৬৮ জন প্রাণ হারিয়েছেন, যা দেশের ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতির এক করুণ চিত্র ফুটিয়ে তুলেছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত এক বছরে দেশে প্রায় ৪,০০০টি হত্যা মামলা করা হয়েছে। এর মধ্যে আগস্ট ২০২৪ থেকে আগস্ট ২০২৫ পর্যন্ত ১৩ মাসে মোট ৩৯,৯৩৬টি বিভিন্ন ধরনের ফৌজদারি মামলা নথিভুক্ত হয়েছে। গড়ে প্রতিদিন ৭২টি করে মামলা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, রাজনৈতিক অস্থিরতার সুযোগে ডাকাতি, দস্যুতা ও প্রকাশ্যে গুলি করে হত্যার মতো ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম, যশোর ও নরসিংদীতে সাম্প্রতিক সময়ে বেশ কিছু চাঞ্চল্যকর হত্যাকাণ্ড জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।

মানবাধিকার প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে, ২০২৫ সালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ৫৩৯ জন সাংবাদিক হত্যা, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। নারী ও শিশু নির্যাতনের চিত্রও ছিল অত্যন্ত ভয়াবহ; গত এক বছরে ৮২৮ জন ধর্ষণের শিকার হয়েছেন, যার মধ্যে ৪৭৪ জনই শিশু। শ্রমিক অসন্তোষ ও কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ২৬৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ চলমান রয়েছে এবং এ পর্যন্ত প্রায় ১৪,৫৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অপরাধ বিশ্লেষকদের মতে, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় ও বিচারহীনতার সংস্কৃতি দূর না হলে পরিস্থিতির আশানুরূপ উন্নতি সম্ভব নয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

ভারতের ওয়ানডে জয়ে বাংলাদেশের সৈকত, আইসিসি চুক্তিতে নেই বিসিবির বাধা

ক্রমবর্ধমান রাজনৈতিক সহিংসতা ও মব জাস্টিস: ২০২৫-এর মানবাধিকার চিত্র

আপডেট সময় : ০১:৩৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা ও নাগরিক সমাজ। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)-এর বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতায় বাংলাদেশে ১৩৩ জন নিহত এবং ৭,৫১১ জন আহত হয়েছেন। একই সময়ে ‘মব জাস্টিস’ বা গণপিটুনির ঘটনায় ১৬৮ জন প্রাণ হারিয়েছেন, যা দেশের ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতির এক করুণ চিত্র ফুটিয়ে তুলেছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত এক বছরে দেশে প্রায় ৪,০০০টি হত্যা মামলা করা হয়েছে। এর মধ্যে আগস্ট ২০২৪ থেকে আগস্ট ২০২৫ পর্যন্ত ১৩ মাসে মোট ৩৯,৯৩৬টি বিভিন্ন ধরনের ফৌজদারি মামলা নথিভুক্ত হয়েছে। গড়ে প্রতিদিন ৭২টি করে মামলা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, রাজনৈতিক অস্থিরতার সুযোগে ডাকাতি, দস্যুতা ও প্রকাশ্যে গুলি করে হত্যার মতো ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম, যশোর ও নরসিংদীতে সাম্প্রতিক সময়ে বেশ কিছু চাঞ্চল্যকর হত্যাকাণ্ড জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।

মানবাধিকার প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে, ২০২৫ সালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ৫৩৯ জন সাংবাদিক হত্যা, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। নারী ও শিশু নির্যাতনের চিত্রও ছিল অত্যন্ত ভয়াবহ; গত এক বছরে ৮২৮ জন ধর্ষণের শিকার হয়েছেন, যার মধ্যে ৪৭৪ জনই শিশু। শ্রমিক অসন্তোষ ও কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ২৬৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ চলমান রয়েছে এবং এ পর্যন্ত প্রায় ১৪,৫৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অপরাধ বিশ্লেষকদের মতে, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় ও বিচারহীনতার সংস্কৃতি দূর না হলে পরিস্থিতির আশানুরূপ উন্নতি সম্ভব নয়।