ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ফটিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে জামায়াতকর্মী নিহত, আহত ১

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের ফটিকছড়িতে প্রকাশ্য দিবালোকে এক জামায়াতকর্মীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। এ সময় গুলিতে গুরুতর আহত হয়েছেন আরও এক জামায়াতকর্মী। শনিবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে দুর্বৃত্তদের গুলিতে এক জামায়াতকর্মী প্রাণ হারিয়েছেন এবং অপর একজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ব্যক্তির নাম জামাল উদ্দিন এবং আহত ব্যক্তির নাম নাসির উদ্দিন। স্থানীয় সূত্র নিশ্চিত করেছে যে, তারা দুজনই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মোটরসাইকেলে চড়ে একদল সশস্ত্র দুর্বৃত্ত শাহনগর এলাকায় আসে। তারা প্রথমে জামাল উদ্দিনের সঙ্গে কথা বলছিল, কিন্তু আলোচনার একপর্যায়ে হঠাৎ তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে। এতে ঘটনাস্থলেই জামালের মৃত্যু হয় এবং পাশে থাকা নাসির গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন।

ঘটনার পরপরই স্থানীয়রা নাসিরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে জামালের মরদেহ উদ্ধার করে।

নগর জামায়াত নেতা শহিদুল্লাহ তালুকদার এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পরিকল্পিতভাবে কথা বলার অজুহাতে কাছে এসে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত হিসেবে ছয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মো: তারেক আজিজ হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

ভারতের ওয়ানডে জয়ে বাংলাদেশের সৈকত, আইসিসি চুক্তিতে নেই বিসিবির বাধা

ফটিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে জামায়াতকর্মী নিহত, আহত ১

আপডেট সময় : ১১:৩০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

চট্টগ্রামের ফটিকছড়িতে প্রকাশ্য দিবালোকে এক জামায়াতকর্মীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। এ সময় গুলিতে গুরুতর আহত হয়েছেন আরও এক জামায়াতকর্মী। শনিবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে দুর্বৃত্তদের গুলিতে এক জামায়াতকর্মী প্রাণ হারিয়েছেন এবং অপর একজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ব্যক্তির নাম জামাল উদ্দিন এবং আহত ব্যক্তির নাম নাসির উদ্দিন। স্থানীয় সূত্র নিশ্চিত করেছে যে, তারা দুজনই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মোটরসাইকেলে চড়ে একদল সশস্ত্র দুর্বৃত্ত শাহনগর এলাকায় আসে। তারা প্রথমে জামাল উদ্দিনের সঙ্গে কথা বলছিল, কিন্তু আলোচনার একপর্যায়ে হঠাৎ তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে। এতে ঘটনাস্থলেই জামালের মৃত্যু হয় এবং পাশে থাকা নাসির গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন।

ঘটনার পরপরই স্থানীয়রা নাসিরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে জামালের মরদেহ উদ্ধার করে।

নগর জামায়াত নেতা শহিদুল্লাহ তালুকদার এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পরিকল্পিতভাবে কথা বলার অজুহাতে কাছে এসে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত হিসেবে ছয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মো: তারেক আজিজ হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।