ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

প্রার্থিতা ফিরে পাওয়ার লড়াই: ইসিতে আজ থেকে ৬৪৫ আপিলের শুনানি শুরু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) জমা পড়া আপিলগুলোর শুনানি আজ থেকে শুরু হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের উপস্থিতিতে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হবে।

ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল গ্রহণের নির্ধারিত সময়ে মোট ৬৪৫টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে শেষ দিন শুক্রবারেই জমা পড়েছে ১৭৬টি আবেদন। আজ শনিবার সকাল ১০টা থেকে এই শুনানি প্রক্রিয়া শুরু হয়ে চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধারাবাহিকভাবে আপিলগুলোর নিষ্পত্তি করা হবে।

শুনানির সূচি অনুযায়ী, আজ প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি হবে। আগামীকাল রোববার ৭১ থেকে ১৪০ নম্বর, সোমবার ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এভাবে পর্যায়ক্রমে সকল আবেদনের বিষয়ে সিদ্ধান্ত দেবে কমিশন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। পরদিন অর্থাৎ ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং কর্মকর্তারা। প্রতীক পাওয়ার পর ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করতে পারবেন, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। পরিশেষে, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের ওয়ানডে জয়ে বাংলাদেশের সৈকত, আইসিসি চুক্তিতে নেই বিসিবির বাধা

প্রার্থিতা ফিরে পাওয়ার লড়াই: ইসিতে আজ থেকে ৬৪৫ আপিলের শুনানি শুরু

আপডেট সময় : ০৯:৪৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) জমা পড়া আপিলগুলোর শুনানি আজ থেকে শুরু হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের উপস্থিতিতে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হবে।

ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল গ্রহণের নির্ধারিত সময়ে মোট ৬৪৫টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে শেষ দিন শুক্রবারেই জমা পড়েছে ১৭৬টি আবেদন। আজ শনিবার সকাল ১০টা থেকে এই শুনানি প্রক্রিয়া শুরু হয়ে চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধারাবাহিকভাবে আপিলগুলোর নিষ্পত্তি করা হবে।

শুনানির সূচি অনুযায়ী, আজ প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি হবে। আগামীকাল রোববার ৭১ থেকে ১৪০ নম্বর, সোমবার ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এভাবে পর্যায়ক্রমে সকল আবেদনের বিষয়ে সিদ্ধান্ত দেবে কমিশন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। পরদিন অর্থাৎ ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং কর্মকর্তারা। প্রতীক পাওয়ার পর ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করতে পারবেন, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। পরিশেষে, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।