ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

বিপিএলে বাবা–ছেলের জুটিতে ইতিহাস গড়লেন নবী–ইসাখিল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বিপিএলে ইতিহাস গড়েছেন আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ইসাখিল। শীর্ষ কোনও টি–টোয়েন্টি লিগে প্রথমবারের মতো বাবা–ছেলে জুটি হিসেবে একসঙ্গে ব্যাট করার নতুন নজির গড়েছেন তারা। দুজনেই খেলছেন নোয়াখালী এক্সপ্রেসের হয়ে। তাদের কীর্তির দিনে ঢাকা ক্যাপিটালসকে ৪১ রানে হরিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছে নোয়াখালী। 

ম্যাচসেরা ইনিংসটা ছিল হাসান ইসাখিলের। নোয়াখালী এক্সপ্রেসের হয়ে এদিন বিস্ফোরক ব্যাটিংয়ে ৯২ রান করেন তিনি। তিন বছর আগে প্রতিযোগিতামূলক ক্রিকেটে অভিষেক হলেও এটি ছিল তার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের প্রথম ম্যাচ।

টসের আগে ইসাখিলের হাতে নোয়াখালীর ক্যাপ তুলে নিয়েছিলেন নবী নিজেই। টুর্নামেন্টে প্রথম ছয় ম্যাচ হেরে সমালোচনার মুখে থাকা নোয়াখালী দল অবশেষে এইসাখিলকে একাদশে সুযোগ দেয়। তিনিই ছিলেন এবারের বিপিএলে নোয়াখালীর ব্যবহৃত ২০তম খেলোয়াড়। সুযোগ পেয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। তার ৬০ বলের ইনিংসে সাতটি চার ও পাঁচটি ছক্কার মার। নবীর সঙ্গে চতুর্থ উইকেটে যোগ করেন ৫৩ রান। এর আগে সৌম্য সরকারকে (৪৮) সঙ্গে নিয়ে ওপেনিং জুটিতে যোগ করেন ১০১ রান।

১৪তম ওভারে বাবা–ছেলে একসঙ্গে ব্যাটিং করে ইতিহাস গড়েন। ১৩ বলে ১৭ রান করে আব্দুল্লাহ আল মামুনের বলে আউট হন নবী। পরের ওভারেই মোহাম্মদ সাইফউদ্দিনের বলে ফেরেন ইসাখিল। তার ব্যাটে ভর করেই শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৮৪ রানের সংগ্রহ পায় নোয়াখালী। জবাবে ঢাকা ক্যাপিটালস ১৮.২ ওভারে ১৪৩ রানে থেমেছে। 

নোয়াখালীর হয়ে ২টি করে উইকেট নেন হাসান মাহমুদ, ইহসানউল্লাহ, মেহেদী হাসান রানা ও মোহাম্মদ নবী। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিপিএল মহারণ: আজ সিলেট-রংপুর, ঢাকা-রাজশাহী; টিভিতে কখন দেখবেন?

বিপিএলে বাবা–ছেলের জুটিতে ইতিহাস গড়লেন নবী–ইসাখিল

আপডেট সময় : ১২:৪৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

বিপিএলে ইতিহাস গড়েছেন আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ইসাখিল। শীর্ষ কোনও টি–টোয়েন্টি লিগে প্রথমবারের মতো বাবা–ছেলে জুটি হিসেবে একসঙ্গে ব্যাট করার নতুন নজির গড়েছেন তারা। দুজনেই খেলছেন নোয়াখালী এক্সপ্রেসের হয়ে। তাদের কীর্তির দিনে ঢাকা ক্যাপিটালসকে ৪১ রানে হরিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছে নোয়াখালী। 

ম্যাচসেরা ইনিংসটা ছিল হাসান ইসাখিলের। নোয়াখালী এক্সপ্রেসের হয়ে এদিন বিস্ফোরক ব্যাটিংয়ে ৯২ রান করেন তিনি। তিন বছর আগে প্রতিযোগিতামূলক ক্রিকেটে অভিষেক হলেও এটি ছিল তার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের প্রথম ম্যাচ।

টসের আগে ইসাখিলের হাতে নোয়াখালীর ক্যাপ তুলে নিয়েছিলেন নবী নিজেই। টুর্নামেন্টে প্রথম ছয় ম্যাচ হেরে সমালোচনার মুখে থাকা নোয়াখালী দল অবশেষে এইসাখিলকে একাদশে সুযোগ দেয়। তিনিই ছিলেন এবারের বিপিএলে নোয়াখালীর ব্যবহৃত ২০তম খেলোয়াড়। সুযোগ পেয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। তার ৬০ বলের ইনিংসে সাতটি চার ও পাঁচটি ছক্কার মার। নবীর সঙ্গে চতুর্থ উইকেটে যোগ করেন ৫৩ রান। এর আগে সৌম্য সরকারকে (৪৮) সঙ্গে নিয়ে ওপেনিং জুটিতে যোগ করেন ১০১ রান।

১৪তম ওভারে বাবা–ছেলে একসঙ্গে ব্যাটিং করে ইতিহাস গড়েন। ১৩ বলে ১৭ রান করে আব্দুল্লাহ আল মামুনের বলে আউট হন নবী। পরের ওভারেই মোহাম্মদ সাইফউদ্দিনের বলে ফেরেন ইসাখিল। তার ব্যাটে ভর করেই শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৮৪ রানের সংগ্রহ পায় নোয়াখালী। জবাবে ঢাকা ক্যাপিটালস ১৮.২ ওভারে ১৪৩ রানে থেমেছে। 

নোয়াখালীর হয়ে ২টি করে উইকেট নেন হাসান মাহমুদ, ইহসানউল্লাহ, মেহেদী হাসান রানা ও মোহাম্মদ নবী।