ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ভারতের ওয়ানডে জয়ে বাংলাদেশের সৈকত, আইসিসি চুক্তিতে নেই বিসিবির বাধা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

স্বাগতিক ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে। বারোদার মাঠে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আন্তর্জাতিক ক্রিকেটে একজন বাংলাদেশি অফিসিয়ালের এমন গুরুত্বপূর্ণ ভূমিকা দেশের আম্পায়ারিংয়ের জন্য নিঃসন্দেহে এক গর্বের বিষয়।

সৈকতের এই দায়িত্ব পালন প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান ক্রিকবাজকে জানিয়েছেন, শরফুদ্দৌলা সৈকত আইসিসির চুক্তিভুক্ত আম্পায়ার। সে কারণে তার এই দায়িত্ব পালনের জন্য বিসিবির কাছ থেকে কোনো ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) নেওয়ার প্রয়োজন নেই। আইসিসির চুক্তি অনুযায়ী, সংস্থাটি যখনই তাকে কোনো দায়িত্ব দেবে, তিনি স্বয়ংক্রিয়ভাবে বিসিবি থেকে ছুটিতে থাকবেন। ইফতেখার রহমান আরও স্পষ্ট করে বলেছেন, “সে আইসিসির চুক্তিভুক্ত আম্পায়ার। আমরা এটা পরিষ্কার করে বলছি, সে বিসিবির সঙ্গে (এই নির্দিষ্ট দায়িত্বের জন্য) চুক্তিভুক্ত নয়।”

আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার বর্তমানে বিসিবির আম্পায়ার এডুকেশন বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়াও, চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের কয়েকটি ম্যাচেও তিনি সফলভাবে আম্পায়ারিং করেছেন।

ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০০ রান সংগ্রহ করে। কিউইদের পক্ষে ডেভন কনওয়ে ৫৬, হেনরি নিকোলস ৬২ এবং ড্যারিল মিচেল ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। জবাবে, বিরাট কোহলির ৯৩ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ভারত ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। কোহলিকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক শুবমান গিল, যিনি ৫৬ রান করেন। এছাড়া শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে আসে ৪৯ রান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিপিএল মহারণ: আজ সিলেট-রংপুর, ঢাকা-রাজশাহী; টিভিতে কখন দেখবেন?

ভারতের ওয়ানডে জয়ে বাংলাদেশের সৈকত, আইসিসি চুক্তিতে নেই বিসিবির বাধা

আপডেট সময় : ০১:০৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

স্বাগতিক ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে। বারোদার মাঠে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আন্তর্জাতিক ক্রিকেটে একজন বাংলাদেশি অফিসিয়ালের এমন গুরুত্বপূর্ণ ভূমিকা দেশের আম্পায়ারিংয়ের জন্য নিঃসন্দেহে এক গর্বের বিষয়।

সৈকতের এই দায়িত্ব পালন প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান ক্রিকবাজকে জানিয়েছেন, শরফুদ্দৌলা সৈকত আইসিসির চুক্তিভুক্ত আম্পায়ার। সে কারণে তার এই দায়িত্ব পালনের জন্য বিসিবির কাছ থেকে কোনো ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) নেওয়ার প্রয়োজন নেই। আইসিসির চুক্তি অনুযায়ী, সংস্থাটি যখনই তাকে কোনো দায়িত্ব দেবে, তিনি স্বয়ংক্রিয়ভাবে বিসিবি থেকে ছুটিতে থাকবেন। ইফতেখার রহমান আরও স্পষ্ট করে বলেছেন, “সে আইসিসির চুক্তিভুক্ত আম্পায়ার। আমরা এটা পরিষ্কার করে বলছি, সে বিসিবির সঙ্গে (এই নির্দিষ্ট দায়িত্বের জন্য) চুক্তিভুক্ত নয়।”

আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার বর্তমানে বিসিবির আম্পায়ার এডুকেশন বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়াও, চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের কয়েকটি ম্যাচেও তিনি সফলভাবে আম্পায়ারিং করেছেন।

ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০০ রান সংগ্রহ করে। কিউইদের পক্ষে ডেভন কনওয়ে ৫৬, হেনরি নিকোলস ৬২ এবং ড্যারিল মিচেল ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। জবাবে, বিরাট কোহলির ৯৩ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ভারত ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। কোহলিকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক শুবমান গিল, যিনি ৫৬ রান করেন। এছাড়া শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে আসে ৪৯ রান।