ঢাকা ০৩:২২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

রাজনাথ সিংয়ের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালো বাংলাদেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যকে ‘অযথার্থ’ এবং ‘শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’ বলে মন্তব্য করেছে বাংলাদেশ সরকার।

রোববার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন, “আমরা মনে করি, রাজনাথ সিংয়ের মন্তব্য সঠিক ও গঠনমূলক নয়, বরং এটি শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি অসম্মানজনক।”

ভারতের নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল জোশির সঙ্গে এক সাক্ষাৎকারে রাজনাথ সিং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ‘নিজের কথাবার্তায় সতর্ক থাকা’র পরামর্শ দেন। গত শুক্রবার নেটওয়ার্ক১৮-এর গণমাধ্যম ফার্স্টপোস্ট সাক্ষাৎকারটি প্রকাশ করে।

রাজনাথ সিং বলেন, “আমরা বাংলাদেশের সঙ্গে কোনো টানাপোড়েন চাই না, তবে ইউনূসকে তার বক্তব্যে সতর্ক থাকতে হবে।”

প্রতিক্রিয়ায় মাহবুবুল আলম বলেন, “রাজনাথ সিং বাংলাদেশের সম্মানিত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে। বাংলাদেশ সবসময় ভারতের সঙ্গে সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ বিশ্বাস করে, দুই দেশের মধ্যে যেকোনো মতপার্থক্য গঠনমূলক ও শ্রদ্ধাশীল সংলাপের মাধ্যমেই সমাধান করা সম্ভব।”

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

জামায়াত আমিরের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ: সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণে গুরুত্বারোপ

রাজনাথ সিংয়ের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালো বাংলাদেশ

আপডেট সময় : ০৭:৪৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যকে ‘অযথার্থ’ এবং ‘শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’ বলে মন্তব্য করেছে বাংলাদেশ সরকার।

রোববার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন, “আমরা মনে করি, রাজনাথ সিংয়ের মন্তব্য সঠিক ও গঠনমূলক নয়, বরং এটি শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি অসম্মানজনক।”

ভারতের নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল জোশির সঙ্গে এক সাক্ষাৎকারে রাজনাথ সিং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ‘নিজের কথাবার্তায় সতর্ক থাকা’র পরামর্শ দেন। গত শুক্রবার নেটওয়ার্ক১৮-এর গণমাধ্যম ফার্স্টপোস্ট সাক্ষাৎকারটি প্রকাশ করে।

রাজনাথ সিং বলেন, “আমরা বাংলাদেশের সঙ্গে কোনো টানাপোড়েন চাই না, তবে ইউনূসকে তার বক্তব্যে সতর্ক থাকতে হবে।”

প্রতিক্রিয়ায় মাহবুবুল আলম বলেন, “রাজনাথ সিং বাংলাদেশের সম্মানিত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে। বাংলাদেশ সবসময় ভারতের সঙ্গে সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ বিশ্বাস করে, দুই দেশের মধ্যে যেকোনো মতপার্থক্য গঠনমূলক ও শ্রদ্ধাশীল সংলাপের মাধ্যমেই সমাধান করা সম্ভব।”