জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান মন্তব্য করেছেন যে, পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন হলে ভোট কারচুপি ও কেন্দ্র দখলের পরিবেশ তৈরি হবে না।
এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে আজকের মধ্যেই ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ’ জারির আহ্বান জানান।
শুক্রবার (৩১ অক্টোবর) জামায়াত আমির ডাঃ শফিকুর রহমানের নির্বাচনী আসন ঢাকা-১৫ এর কাফরুল উত্তর থানার জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, নির্বাচনের আগেই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। পরিবেশ নিশ্চিত হলেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।
তিনি শারীরিক ও মানসিক অসুস্থতা রোধে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 























