ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

জামায়াতের হুঁশিয়ারি: সংস্কার প্রস্তাব না মানলে বিএনপি ‘দায়িত্বজ্ঞানহীন’ হবে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মন্তব্য করেছেন যে, বিএনপি যদি সংস্কার প্রস্তাব না মানে, তবে তা হবে তাদের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। তিনি বলেন, এমন পদক্ষেপ নতুন করে রাজনৈতিক সংকট তৈরি এবং আসছে ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় তৈরির অপচেষ্টা মাত্র। শুক্রবার (৩১ অক্টোবর) কুমিল্লায় নিজ নির্বাচনী এলাকা চৌদ্দগ্রামের নির্বাচন কেন্দ্র পরিচালক সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “যদি নির্বাচন না হয়, তবে যারা পালিয়ে গিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করছে, তারাই একটি সুযোগ নেবে।” তাঁর মতে, “বিগত সরকারের যে বাংলাদেশ, সংস্কারবিহীন যে বাংলাদেশ, মনে হয় বিএনপি সেই জায়গায় ফিরে যেতে চায়। বাংলাদেশকে আওয়ামী জাহেলিয়াতের দিকে ফিরে যেতে এদেশের মানুষ দেবে না।”

জামায়াতের এই নেতা সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, “সিদ্ধান্ত থেকে সরকার সরে গেলে এটা পরিষ্কার হবে যে, সরকার আর নিরপেক্ষ নেই।” তিনি যোগ করেন, “এ সরকার যদি নিরপেক্ষতা হারায় এবং কোনো নির্দিষ্ট দলের প্রতি যদি আনুগত্য প্রকাশ করে, তবে এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে জনগণের মাঝে আশঙ্কা তৈরি হবে।”

এসময় কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান, সাবেক আমির আবদুস সাত্তার, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম পৌসভার আমির মাও. ইব্রাহীমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাখাইনে ত্রিমুখী ভয়াবহ সংঘর্ষ: টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ সশস্ত্র সদস্য আটক

জামায়াতের হুঁশিয়ারি: সংস্কার প্রস্তাব না মানলে বিএনপি ‘দায়িত্বজ্ঞানহীন’ হবে

আপডেট সময় : ০৩:১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মন্তব্য করেছেন যে, বিএনপি যদি সংস্কার প্রস্তাব না মানে, তবে তা হবে তাদের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। তিনি বলেন, এমন পদক্ষেপ নতুন করে রাজনৈতিক সংকট তৈরি এবং আসছে ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় তৈরির অপচেষ্টা মাত্র। শুক্রবার (৩১ অক্টোবর) কুমিল্লায় নিজ নির্বাচনী এলাকা চৌদ্দগ্রামের নির্বাচন কেন্দ্র পরিচালক সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “যদি নির্বাচন না হয়, তবে যারা পালিয়ে গিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করছে, তারাই একটি সুযোগ নেবে।” তাঁর মতে, “বিগত সরকারের যে বাংলাদেশ, সংস্কারবিহীন যে বাংলাদেশ, মনে হয় বিএনপি সেই জায়গায় ফিরে যেতে চায়। বাংলাদেশকে আওয়ামী জাহেলিয়াতের দিকে ফিরে যেতে এদেশের মানুষ দেবে না।”

জামায়াতের এই নেতা সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, “সিদ্ধান্ত থেকে সরকার সরে গেলে এটা পরিষ্কার হবে যে, সরকার আর নিরপেক্ষ নেই।” তিনি যোগ করেন, “এ সরকার যদি নিরপেক্ষতা হারায় এবং কোনো নির্দিষ্ট দলের প্রতি যদি আনুগত্য প্রকাশ করে, তবে এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে জনগণের মাঝে আশঙ্কা তৈরি হবে।”

এসময় কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান, সাবেক আমির আবদুস সাত্তার, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম পৌসভার আমির মাও. ইব্রাহীমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।