ভারতে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে জানানো নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষিতে এই সংশয় তৈরি হয়েছে। সোমবার বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই পরিস্থিতির বিস্তারিত তুলে ধরেন।
উপদেষ্টা জানান, আইসিসি থেকে পাঠানো এক চিঠিতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে তিনটি প্রধান ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে। এই বিষয়গুলো সমাধান না হলে বাংলাদেশের পক্ষে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা কঠিন হয়ে পড়বে। আইসিসির নিরাপত্তা বিভাগের পর্যবেক্ষণে উঠে আসা এই প্রতিবেদনটি বর্তমানে সংশ্লিষ্ট মহলে গুরুত্বের সাথে বিবেচিত হচ্ছে।
আসিফ নজরুলের বক্তব্য অনুযায়ী, আইসিসির চিঠিতে প্রথমত পেসার মোস্তাফিজুর রহমানের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। দলে মোস্তাফিজের উপস্থিতি নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে দিতে পারে বলে আইসিসি মনে করছে। দ্বিতীয়ত, টুর্নামেন্ট চলাকালীন সমর্থকরা যদি বাংলাদেশের জাতীয় পতাকা বহন করেন কিংবা জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করেন, তবে তাদের ওপর হামলার আশঙ্কা রয়েছে।
তৃতীয় কারণ হিসেবে ভারতের আসন্ন নির্বাচনের কথা উল্লেখ করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা ও বাড়তি উত্তেজনার কারণে খেলোয়াড় ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা চ্যালেঞ্জিং হতে পারে বলে আইসিসি তাদের চিঠিতে জানিয়েছে। এই ত্রিমুখী নিরাপত্তা শঙ্কার কারণে বর্তমানে বাংলাদেশ দলের ভারত সফর এবং বিশ্বকাপে অংশগ্রহণ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
রিপোর্টারের নাম 

























