পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। তবুও প্রথমবারের মতো অংশ নিতে যাওয়া নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ নিয়ে আশাবাদী সাবিনা খাতুন। তাইতো থাইল্যান্ডে পা রেখেও সাফল্য ছিনিয়ে নিতে দৃঢ়প্রত্যয়ের কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। মালদ্বীপ-ভারত ম্যাচ দিয়ে আগামীকাল মঙ্গলবার মাঠে গড়াবে আসর। তবে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই সাবিনা-মাসুরাদের নতুন মিশন শুরু হবে আগামী বৃহস্পতিবার।
টুর্নামেন্ট উপলক্ষে গতকাল রোববার সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক সাবিনা আত্মবিশ্বাসের কথা জানান। সাবিনা বলেন, ‘আপনারা জানেন আমি ফুটবলে দীর্ঘদিন ধরে খেলেছি এবং ফুটসালটা হচ্ছে আমাদের জন্য একেবারেই নতুন। তবে আমাদের বিশ্বাস এ টুর্নামেন্টে ভালো কিছু করার, দেশের জন্য খেলাটা তো সব সময় গর্বের বিষয় এবং ইনশাআল্লাহ সেটাই আমাদের দৃঢ় লক্ষ্য।’
ইরানি কোচ সাঈদ খোদারাহমি বাংলাদেশের মেয়েদের নিয়ে যেতে চান ফুটসাল বিশ্বকাপে, ‘শুরুর জন্য সব দেশেরই ভালো পরিকল্পনা ও ভালো ভিত্তি প্রয়োজন। ভবিষ্যতে সাফ কোয়ালিফিকেশন ধাপ পেরিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশ বিশ্বকাপে যাবে। আমি আশাবাদী; কারণ এখানে সম্ভাবনা আছে।’
খোদারাহমি সঙ্গে যোগ করেন, ‘এ আয়োজনের জন্য এএফসি, এএফএফ ও সাফকে ধন্যবাদ। বাংলাদেশে নারী দলের জন্য দক্ষিণ এশিয়ায় এটিই প্রথম সাফ (ফুটসাল) আয়োজন। আমার মনে হয়, সব দলই সমান পর্যায়ের। কারণ, এটি সবার জন্যই নতুন। খেলোয়াড় নির্বাচনে আমরা মাত্র এক মাস সময় পেয়েছি এবং আপনারা জানেন, আমাদের সব খেলোয়াড়ই মূলত ফুটবলার; কারণ বাংলাদেশে কোনো ফুটসাল নেই।’
রিপোর্টারের নাম 

























