সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত এলাকা থেকে উচ্চ বিস্ফোরক ক্ষমতাসম্পন্ন ২৪টি ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৮ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল গতকাল সকালে সীমান্তের অভ্যন্তরে পলিথিনে মোড়ানো ও ডালপালা দিয়ে ঢাকা অবস্থায় এই বিস্ফোরকগুলো উদ্ধার করে। বিজিবির ধারণা, দেশের স্থিতিশীল পরিস্থিতি নষ্ট করতে এবং বড় ধরনের নাশকতা ঘটানোর উদ্দেশ্যে এই শক্তিশালী ইলেকট্রিক ডেটনেটরগুলো চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে, যা দিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন আইইডি (IED) প্রস্তুত করা সম্ভব।

২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান, সীমান্তের কঠোর নিরাপত্তা ও সতর্ক অবস্থানের কারণে এই বড় ধরনের চোরাচালান প্রতিহত করা সম্ভব হয়েছে। তিনি আরও নিশ্চিত করেন যে, জননিরাপত্তা রক্ষায় সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ও নজরদারি আগামীতেও অব্যাহত থাকবে। উদ্ধারকৃত বিস্ফোরকগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 

























