ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ফরিদপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ৩ শ্রমিক নিহত, আহত ৯

ফরিদপুরের বোয়ালমারীতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি পিকআপ ভ্যান দুমড়েমুচড়ে গিয়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। সোমবার বিকেল ৩টার দিকে বোয়ালমারী পৌরসভার সোতাশী গ্রামের হুজুর বাড়ি সংলগ্ন একটি অরক্ষিত রেলগেটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কালুখালী থেকে ভাটিয়াপাড়াগামী একটি যাত্রীবাহী ট্রেন যখন সোতাশী এলাকা অতিক্রম করছিল, ঠিক সেই মুহূর্তে ডোবরা এলাকায় অবস্থিত জনতা জুট মিলের শ্রমিকবাহী একটি পিকআপ ভ্যান রেললাইন পার হওয়ার চেষ্টা করে। এসময় ট্রেনের প্রচণ্ড ধাক্কায় পিকআপটি ছিটকে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— উপজেলার ময়না ইউনিয়নের বান্দুকগ্রামের বাসিন্দা সাইফার মোল্যার দুই ছেলে জব্বার মোল্যা ও মুসা মোল্যা। নিহত অপর নারী শ্রমিকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেলগেটটি অরক্ষিত থাকায় এবং কোনো গেটম্যান না থাকায় চালক ট্রেন আসার বিষয়টি বুঝতে পারেননি। দ্রুতগতিতে লাইন পার হতে গিয়েই এই ভয়াবহ সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে হাত দেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহত ও আহতরা সবাই স্থানীয় জনতা জুট মিলের শ্রমিক। কারখানা থেকে কাজ শেষে বা কাজে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেন আসার বিষয়টি খেয়াল না করেই চালক গাড়িটি নিয়ে রেললাইনে উঠে পড়েছিলেন। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে এবং তারা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিসির নিরাপত্তা উদ্বেগ: ক্রীড়া উপদেষ্টার বক্তব্যের ভিন্ন ব্যাখ্যা দিলেন উপ-প্রেসসচিব

ফরিদপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ৩ শ্রমিক নিহত, আহত ৯

আপডেট সময় : ০৪:২৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ফরিদপুরের বোয়ালমারীতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি পিকআপ ভ্যান দুমড়েমুচড়ে গিয়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। সোমবার বিকেল ৩টার দিকে বোয়ালমারী পৌরসভার সোতাশী গ্রামের হুজুর বাড়ি সংলগ্ন একটি অরক্ষিত রেলগেটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কালুখালী থেকে ভাটিয়াপাড়াগামী একটি যাত্রীবাহী ট্রেন যখন সোতাশী এলাকা অতিক্রম করছিল, ঠিক সেই মুহূর্তে ডোবরা এলাকায় অবস্থিত জনতা জুট মিলের শ্রমিকবাহী একটি পিকআপ ভ্যান রেললাইন পার হওয়ার চেষ্টা করে। এসময় ট্রেনের প্রচণ্ড ধাক্কায় পিকআপটি ছিটকে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— উপজেলার ময়না ইউনিয়নের বান্দুকগ্রামের বাসিন্দা সাইফার মোল্যার দুই ছেলে জব্বার মোল্যা ও মুসা মোল্যা। নিহত অপর নারী শ্রমিকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেলগেটটি অরক্ষিত থাকায় এবং কোনো গেটম্যান না থাকায় চালক ট্রেন আসার বিষয়টি বুঝতে পারেননি। দ্রুতগতিতে লাইন পার হতে গিয়েই এই ভয়াবহ সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে হাত দেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহত ও আহতরা সবাই স্থানীয় জনতা জুট মিলের শ্রমিক। কারখানা থেকে কাজ শেষে বা কাজে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেন আসার বিষয়টি খেয়াল না করেই চালক গাড়িটি নিয়ে রেললাইনে উঠে পড়েছিলেন। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে এবং তারা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।