সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পায়নি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর জানিয়েছে, এই নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে প্রশ্নপত্র ফাঁস, অনিয়ম ও কর্তৃপক্ষের দায়িত্বহীনতাসহ যেসব অভিযোগ উঠেছে, সেগুলোর কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায়নি।
অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক এ কে মোহাম্মদ সামছুল আহসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি মহল প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁস নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়াচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার এবং বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে অধিদপ্তর।
বর্তমানে দ্রুততম সময়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের জন্য কাজ চলছে বলেও জানান এই কর্মকর্তা। অধিদপ্তর আশাবাদী যে, নির্ধারিত সময়ের মধ্যেই স্বচ্ছতার সাথে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।
রিপোর্টারের নাম 

























