ইরানে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘাতের ঘটনায় হতাহতদের স্মরণে দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে এই শোক পালনের ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে জানানো হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া সহিংসতায় বেশ কিছু সাধারণ নাগরিক এবং দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছেন। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করতেই রাষ্ট্রীয়ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইরানের প্রেসিডেন্টের কার্যালয় আরও জানায়, চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে জানমালের এই অপূরণীয় ক্ষতিতে দেশটির সরকার ও মন্ত্রিসভা গভীরভাবে শোকাহত। শোক পালনকালীন সময়ে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও আনুষ্ঠানিকতা পালিত হবে। উল্লেখ্য, গত কয়েক দিনের উত্তপ্ত পরিস্থিতিতে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে হতাহতের ঘটনাগুলো ঘটে।
রিপোর্টারের নাম 

























