ঢাকা ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

রংপুর সীমান্তে বিজিবির সাড়ে ৭ কোটি টাকার চোরাই পণ্য ও মাদক জব্দ, গ্রেপ্তার ৭০

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর রিজিয়নের আওতাধীন বিস্তৃত সীমান্ত এলাকায় গত ডিসেম্বর মাসে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭০ জন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) কুড়িগ্রাম বিজিবি হলরুমে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন রংপুর রিজিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক।

লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক জানান, ডিসেম্বর মাসজুড়ে পরিচালিত সমন্বিত ও ধারাবাহিক অভিযানে আনুমানিক ৭ কোটি ৪৮ লাখ ৯৩ হাজার ৪৮৯ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল আটক করা হয়েছে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল, ইয়াবা, গাঁজা, হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন নেশাজাতীয় সিরাপ। এছাড়া, সীমান্ত সুরক্ষা অভিযানকালে ছয়টি বিদেশি পিস্তল এবং ২৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

চোরাচালানবিরোধী কার্যক্রমে ১৬৪টি গরু ও ৩৩টি মহিষসহ মোট ১৯৭টি গবাদিপশু উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেল, বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস, কাপড়, কীটনাশক, জিরা, বাইসাইকেল এবং বিরল কষ্টিপাথরসহ বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য জব্দ করা হয়।

মানব পাচার প্রতিরোধেও বিজিবি সক্রিয় ভূমিকা পালন করেছে। ডিসেম্বরে পাচারের ঝুঁকিতে থাকা ১৫ জনকে উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া, জাল টাকা পাচার ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানানো হয়।

শুধু অভিযান পরিচালনা নয়, জনকল্যাণমূলক কার্যক্রমেও বিজিবি অংশ নিয়েছে। ডিসেম্বর মাসে রংপুর রিজিয়ন এলাকায় ১ হাজার ১২৫ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। একই সময়ে ১ হাজার ১০০ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক আরও জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুর রিজিয়নে বিজিবির অভিযান ও টহল কার্যক্রম ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘রাতের ভোট’ হবে ইতিহাস: আলী রিয়াজ

রংপুর সীমান্তে বিজিবির সাড়ে ৭ কোটি টাকার চোরাই পণ্য ও মাদক জব্দ, গ্রেপ্তার ৭০

আপডেট সময় : ০৭:১৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর রিজিয়নের আওতাধীন বিস্তৃত সীমান্ত এলাকায় গত ডিসেম্বর মাসে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭০ জন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) কুড়িগ্রাম বিজিবি হলরুমে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন রংপুর রিজিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক।

লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক জানান, ডিসেম্বর মাসজুড়ে পরিচালিত সমন্বিত ও ধারাবাহিক অভিযানে আনুমানিক ৭ কোটি ৪৮ লাখ ৯৩ হাজার ৪৮৯ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল আটক করা হয়েছে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল, ইয়াবা, গাঁজা, হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন নেশাজাতীয় সিরাপ। এছাড়া, সীমান্ত সুরক্ষা অভিযানকালে ছয়টি বিদেশি পিস্তল এবং ২৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

চোরাচালানবিরোধী কার্যক্রমে ১৬৪টি গরু ও ৩৩টি মহিষসহ মোট ১৯৭টি গবাদিপশু উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেল, বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস, কাপড়, কীটনাশক, জিরা, বাইসাইকেল এবং বিরল কষ্টিপাথরসহ বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য জব্দ করা হয়।

মানব পাচার প্রতিরোধেও বিজিবি সক্রিয় ভূমিকা পালন করেছে। ডিসেম্বরে পাচারের ঝুঁকিতে থাকা ১৫ জনকে উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া, জাল টাকা পাচার ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানানো হয়।

শুধু অভিযান পরিচালনা নয়, জনকল্যাণমূলক কার্যক্রমেও বিজিবি অংশ নিয়েছে। ডিসেম্বর মাসে রংপুর রিজিয়ন এলাকায় ১ হাজার ১২৫ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। একই সময়ে ১ হাজার ১০০ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক আরও জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুর রিজিয়নে বিজিবির অভিযান ও টহল কার্যক্রম ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।