ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর শেষে নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরপর দায়িত্ব ছেড়ে তিনি মূলত তিনটি বিশেষ ক্ষেত্রে মনোযোগ দেবেন বলে জানিয়েছেন। রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকিয়ে আবের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই পরিকল্পনার কথা তুলে ধরেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এক সংবাদ সম্মেলনে জানান, ড. ইউনূস ডিজিটাল স্বাস্থ্যসেবা, তরুণ উদ্যোক্তা তৈরি এবং তার বিশ্বখ্যাত ‘থ্রি জিরো’ ধারণা নিয়ে কাজ চালিয়ে যাবেন। বৈঠকে ড. ইউনূস শিনজো আবের সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্বের স্মৃতিচারণ করেন এবং জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে আরও উচ্চতায় নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ড. ইউনূস জানান, তার প্রথম লক্ষ্য হবে ডিজিটাল হেলথকেয়ারের উন্নয়ন ঘটানো। বিশেষ করে দেশের প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি কাজ করবেন। এর মাধ্যমে প্রবাসীরাও বিদেশ থেকে ডিজিটাল পদ্ধতিতে তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যের সার্বক্ষণিক খোঁজখবর নিতে পারবেন। দ্বিতীয়ত, দেশের যুবসমাজকে স্বাবলম্বী করতে এবং দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে তিনি তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রমকে আরও বেগবান করবেন। তৃতীয়ত, দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার যে ‘থ্রি জিরো’ বা তিন শূন্য ধারণা তিনি বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছেন, তা বাস্তবায়নে তিনি পুনরায় সক্রিয়ভাবে কাজ করবেন।
নির্বাচন পরবর্তী সময়ে আগামী মার্চের তৃতীয় সপ্তাহে ড. মুহাম্মদ ইউনূস জাপান সফর করবেন বলে বৈঠকে জানানো হয়েছে। জাপানের বিখ্যাত ‘সাসাকাওয়া পিস ফাউন্ডেশন’-এর আমন্ত্রণে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তিনি এই সফরে যাবেন। এই ফাউন্ডেশনটি মূলত সমুদ্র বিষয়ক ও ওশিয়ান রিসার্চ নিয়ে উচ্চতর গবেষণা করে থাকে। ড. ইউনূস জানান, জাপান সফরে তিনি ব্লু-ইকোনমি বা সমুদ্র অর্থনীতি খাতে বাংলাদেশের সঙ্গে জাপানের সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করবেন। ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের পর থেকে ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার সংস্কার ও নির্বাচনের কাজ এগিয়ে নিচ্ছে, যা আগামী ফেব্রুয়ারিতে চূড়ান্ত রূপ পাবে।
রিপোর্টারের নাম 

























