রাজধানীর প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দুই দিনব্যাপী ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। গত রোববার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত এই সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওমর ফারুক খাঁন-এর সভাপতিত্বে আয়োজিত এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুস সালাম, এফসিএ, এফসিএস এবং শরীআহ সুপারভাইজরি কাউন্সিলের চেয়ারম্যান মুফতি শামসুদ্দিন জিয়া।
সম্মেলনে স্বাগত বক্তব্য প্রদান করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হুসাইন। এই সম্মেলনে ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা, ১৬টি জোনের প্রধান এবং ৪০০টি শাখার ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন। সম্মেলনে আগত অতিথিবৃন্দ এবং অংশগ্রহণকারীরা ব্যাংকের বিগত বছরের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করেন এবং আগামী দিনের জন্য নতুন কর্মপরিকল্পনা ও কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই সম্মেলন ইসলামী ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে এবং গ্রাহক সেবার মান উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 






















